জখম: হাসপাতালে সুব্রত। —নিজস্ব চিত্র।
কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হলেন হলেন এক যুবক।
বুধবার রাতে আমতা থানা এলাকার নতুন রাস্তার মোড়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, সুব্রত জানা নামে জখম ওই যুবক বাগনানের আগুনসি বেলতলার বাসিন্দা। তাঁকে স্থানীয়রাই আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুব্রতবাবু জয়পুরের ধাঁইপুরের একটি ইমারতি দ্রব্যের দোকানে ম্যানেজার পদে রয়েছেন। বুধবার রাত এগারোটা নাগাদ তিনি বাইক চেপে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, নতুন রাস্তার মোড়ের কাছে তাঁর দিকে গুলি ছো়ড়ে কয়েকজন দুষ্কৃতী। গুলি লাগে তাঁর ডান কাঁধে ও হাতে। চিৎকার করে সুব্রতবাবু বাইক থেকে পড়ে যান। এর ফাঁকে তাঁর বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান। আমতা থানার পুলিশ জানিয়েছে, ছিনতাই বা অন্য কী কারণে ওই যুবককে গুলি করা হল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।