শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় শুনশান মিল। ভদ্রেশ্বরে। ছবি: তাপস ঘোষ
সবাইকে কাজে নেওয়ার দাবিতে বুধবার কাজ বন্ধ করে দিলেন ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিলের শ্রমিকরা। ফলে, বন্ধ হয়ে যায় উৎপাদন। সমস্যা সমাধানে শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছেন।
চন্দননগরের যুগ্ম শ্রম কমিশনার কিংশুক সরকার বলেন, ‘‘একটি বিভাগে শ্রমিকদের কাজে যোগ দেওয়া নিয়ে একটা সমস্যা হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার চেষ্টা করা হচ্ছে।’’
কোথায় সমস্যা?
শ্রমিকদের অভিযোগ, ‘ব্যাচিং’ বিভাগে প্রায় ১৭৫ জন শ্রমিক আছেন। লকডাউনের পরে মিল খোলার সময় থেকে ওই বিভাগে সবাইকে কাজ দেওয়া হচ্ছে না। এর জেরে শ্রমিকদের মধ্যে অশান্তি ছড়ায়। সবাইকে কাজ দিতে হবে বলে মঙ্গলবার মিল কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয় শ্রমিকদের তরফে। কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনও আশ্বাস দেননি। এর পরেই সমস্ত বিভাগের শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। একই পরিস্থিতি হয় বুধবারেও। শ্রমিকরা জানিয়ে দেন, সবাইকে কাজে না নেওয়া হলে কেউ কাজ করবেন না। শ্রমিকেরা না ঢোকায় কর্তৃপক্ষ মিলের গেট বন্ধ করে দেন। অশান্তি এড়াতে মিলের সামনে পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যায় শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মিল-কর্তৃপক্ষ।
শিবা বেহেরা নামে এক শ্রমিক বলেন, ‘‘লকডাউনের পরে কিছু শ্রমিককে নিয়ে কাজ শুরু হয়েছিল। কথা ছিল, ধাপে ধাপে সবাইকে নেওয়া হবে। কিন্তু কয়েক মাস কেটে গেলেও তা করা হচ্ছে না। রোজগার বন্ধ হওয়ায় অনেকেরই সংসার চলছে না। স্বাভাবিক কারণেই সব শ্রমিক কাজহারা সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।’’
মিলের এক কর্তা বলেন, ‘‘শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধান সূত্র বের করার চেষ্টা করছি আমরা।’’