কার্যালয় খোলায় দুই সিপিএম কর্মীকে মারধর আরামবাগে

আরামবাগ ডোঙ্গলমোড়ে সিপিএমের ৩ নম্বর লোকাল কমিটির কার্যালয়টি ফের খোলা হল রবিবার। এবারেও দলীয় কার্যালয় খোলার অনুষ্ঠানে যোগ দেওয়ার অপরাধে দুই সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ০২:৩৮
Share:

আরামবাগ ডোঙ্গলমোড়ে সিপিএমের ৩ নম্বর লোকাল কমিটির কার্যালয়টি ফের খোলা হল রবিবার। এবারেও দলীয় কার্যালয় খোলার অনুষ্ঠানে যোগ দেওয়ার অপরাধে দুই সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গোষ্ঠ রায় এবং কার্তিক বাড়ুই নামে স্থানীয় পাড়াবাগনান গ্রামের ওই দুই সিপিএম কর্মী সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে গৌরহাটি বাজারে তাঁদের ঘিরে মারধর করা হয় বলে অভিযোগ। দুজনেরই স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা হয়। দলের জোনাল নেতৃত্ব পুলিশের কাছে অভিযোগ করেছেন।

Advertisement

সিপিএম সূত্রে খবর, ডোঙ্গলমোড়ের লোকাল কমিটির কার্যালয়টি ২০১১ সালের মে মাসে বিধানসভা নির্বাচনে তৃণমূল জেতার পর দিন থেকেই বন্ধ। আরামবাগ জোনাল কমিটির সম্পাদক পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের অভিযোগ, “তৃণমূলের হুমকি এবং সন্ত্রাসে দলীয় কার্যালয়ে তালা মেরে এলাকা ছাড়তে হয় আমাদের নেতা-কর্মীদের। সেই তালা ভেঙে তৃণমূলের লোকজন লুঠপাটও চালায়। নিজেরা বোমা রেখে আমাদের মিথ্যা মামলায় জড়ায়। লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশি নিরাপত্তায় এবং প্রশাসনের উপস্থিতিতে কার্যালয়টি খোলা হলেও ওই রাতেই মিছিল করে আসার অপরাধে ডিহিবাগনান গ্রামের জনা ১৫ সিপিএম কর্মীকে মারধর করা হয়। আগুন লাগানো হয় অফিসে। তৃণমূলের সন্ত্রাসে ফের বন্ধ হয় কার্যালয়। এদিন খোলার পর সেই একই কায়দায় দলের দুই কর্মীকে পেটানো হল।” তৃণমূল নেতা তথা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘এলাকায় ধান চুরিকে কেন্দ্র করে স্থানীয় মানুষ দু’জনকে পিটিয়েছে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement