প্রতীকী ছবি।
পাঁচ বছরের ছেলের সামনেই বাবাকে যে দুই দুষ্কৃতী গুলি চালিয়েছিল, তাদের গ্রেফতার করা হল। ঘটনায় হাওড়ার ‘ফেলু গ্যাং’ জড়িত বলে দাবি পুলিশের।
গত ১৪ জুলাই সকালে বাজার থেকে ফেরার সময়ে বাকসাড়া এলাকায় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী নিমাই দে-কে গুলি করা হয়। যদিও তিনি বেঁচে যান। শনিবার হাওড়ার গোয়েন্দা প্রধান সুনীল যাদব জানান, দুই দুষ্কৃতী অর্ঘ্য কর্মকার ওরফে ফেলু এবং শেখ আশিক প্রেসিডেন্সি সংশোধনাগারে বসেই নিমাইকে খুনের ছক কষেছিল। ওই দু’জনকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করতেই জানা যায় ওই গ্যাং-এর শাগরেদ শেখ আজাদ ও বিশ্বজিৎ দাস বাইকে চেপে এসে গুলি চালিয়েছিল।
পুলিশ জানায়, ৫০ হাজার টাকার বিনিময়ে আজাদ ও বিশ্বজিৎ খুনের সুপারি নিয়েছিল। শুক্রবার তাদের ধরা হয়েছে। তদন্তে পুলিশ জেনেছিল এক প্রোমোটারের থেকে তোলা চেয়ে হুমকি দিচ্ছিল অর্ঘ্য। ওই প্রোমোটারকে নিয়ে গিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন নিমাই। তাই তাঁকে সরিয়ে দিতে ছক কষে ‘ফেলু গ্যাং’। গোয়েন্দা প্রধান বলেন, ‘‘ঘটনার দিনই বোঁচা নামের এক যুবককে ধরা হয়েছিল। কারণ ওই হামলার পরিকল্পনার কথা আগে থেকেই সে-ও জানত।’’