স্বপন দাশগুপ্ত। ফাইল চিত্র।
রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রাজনৈতিক শহিদ’ করা হবে। বিজেপি সেটা করতে চাইছে না। রবিবার শ্রীরামপুরে এসে এমনটাই দাবি করলেন রাজ্যসভায় বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। তাঁর কথায়, ‘‘৩৫৬ করে মমতাকে রাজনৈতিক শহিদ করতে চাই না। তবে ওরা চাইছে এমন পরিস্থতি তৈরি হোক, যাতে রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়।’’
ডায়মন্ড হারবার, জলপাইগুড়ি, হালিশহর— রাজ্যের প্রায় সর্বত্র বিজেপি-র ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। এই অভিযোগ করে স্বপন বলেন, ‘‘ওদের হামলায় ক্রিকেট স্কোরের মতো বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন হয় না। আমরা চাই, কেন্দ্রীয় হস্তক্ষেপ অথবা নির্বাচন কমিশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক।’’
রাজ্যে কর্মরত তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে ডাকা নিয়ে বিজেপি সাংসদ বলেন, ‘‘এটা সার্ভিস রুলের ব্যাপার। তবে ওই তিন আইপিএসের জন্য নড্ডার উপর হামলা হয়েছে। তৃণমূল বিধায়ক সওকত মোল্লার নেতৃত্বে লোকজন যে জড় হবে, সেটা আগের দিন থেকে জানা গেল। আর পুলিশ জানতে পারল না!’’