প্রথমে ঘুরে গিয়েছে ছেলে। এ বার মাও প্রচারে আসছেন জোটের প্রচারে। হুগলির শ্রীরামপুরে জোটপ্রার্থীদের সমর্থনে আজ, মঙ্গলবার প্রচারে আসছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। সোমবার কংগ্রেস এবং বামফ্রন্টের পক্ষ থেকে যৌথ সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, সনিয়া শ্রীরামপুর স্টেডিয়ামে সভা করবেন। দুপুর ৩টের পরে তাঁর হেলিকপ্টার শ্রীরামপুরে পৌঁছনোর কথা। মান্নান, শুভঙ্কর ছাড়াও সভায় থাকবেন উত্তরপাড়ার সিপিএম প্রার্থী শ্রুতিনাথ প্রহরাজ, চণ্ডীতলার সিপিএম প্রার্থী আজিম আলি এবং জাঙ্গিপাড়ার সিপিএম প্রার্থী পবিত্র সিংহরায়। সভাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। সভা শেষ না হওয়া পর্যন্ত বটতলা থেকে জিতেন্দ্রনাথ লাহিড়ী রোডে ভিআইপি ছাড়া অন্য গাড়ি ঢুকতে দেওয়া হবে না। পুলিশ সূত্রে খবর, আগামীকাল, বুধবার একই মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ইতিমধ্যেই দু’দফায় হুগলিতে এসেছেন। সনিয়ার পাল্টা হিসাবে মমতার সভা প্রসঙ্গে মান্নান বলেন, ‘‘তৃণমূল কতটা আতঙ্কিত এটা তারই প্রমাণ। এমনিতে তাঁর সভা ফ্লপ করছে। তিনি আসছেন আর হুমকি দিয়ে যাচ্ছেন। যে ধরনের কথা বলছেন, তা মুখ্যমন্ত্রী সুলভ নয়।’’ শুভঙ্করের কথায়, ‘‘সনিয়াজি এখানে ঐতিহাসিক সমাবেশ করতে আসছেন। তাতে অন্য দল ভয় পেলে কী করা যাবে!’’ শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী এবং বিদায়ী বিধায়ক সুদীপ্ত রায় অবশ্য বলেন, ‘‘ওঁরা (রাহুল, সনিয়া) পরিযায়ী পাখির মতো উড়ে আসছেন। মুখ্যমন্ত্রী কিন্তু বারবারএখানে এসেছেন। তাঁর উন্নয়নও প্রতিটি কোণায় পৌঁছে গিয়েছে। জোটের কোনও প্রভাব পড়বে না।’’