সিপিএমের দেওয়াল লেখায় গোবর তৃণমূলের, অভিযোগ

সিপিএমের দেওয়াল লেখায় গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের বলরামবাটি কুমোরপাড়ায়। জায়গাটি সিঙ্গুর ব্লকে হলেও হরিপাল বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হরিপাল শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ০১:৩২
Share:

—নিজস্ব চিত্র।

সিপিএমের দেওয়াল লেখায় গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের বলরামবাটি কুমোরপাড়ায়। জায়গাটি সিঙ্গুর ব্লকে হলেও হরিপাল বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাড়ির দেওয়ালে সিপিএম প্রার্থী যোগিয়ানন্দ মিশ্রের সমর্থনে দেওয়াল লিখন রয়েছে। একই দেওয়ালে তৃণমূল প্রার্থী বেচারাম মান্নার নামেও প্রচার-লিখন রয়েছে। অভিযোগ, এ দিন সকালে গ্রামবাসীরা দেখেন, সিপিএম প্রার্থীর সমর্থনে লেখা অংশে গোবর লেপা। খবর পেয়ে সিপিএমের লোকজন ঘটনাস্থলে আসেন। তাঁদের তরফে নির্বাচন কমিশন এবং থানায় অভিযোগ জানানো হয়। কমিশন এবং পুলিশ অফিসাররা ঘটনাস্থলে তদন্তে আসেন। গোবর লেপা দেওয়ালের ছবি তুলে নিয়ে যান তাঁরা। তবে রাত পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিজিৎ সাঁতরা নামে স্থানীয় এক সিপিএম কর্মীর অভিযোগ, ‘‘সকালে আমাদের দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখছিলাম। সেই সময় এক তৃণমূল কর্মী এসে আমাদের বাধা দেয়। গালিগালাজ করে। পরে দেখি, একটা দেওয়ালে ওরা গোবর লেপে দিয়েছে।’’ তৃণমূল নেতৃত্ব অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement