দলে অন্তর্দ্বন্দ্ব মেটাতেই বৈঠক। আর তাতেই গরহাজির সিঙ্গুরের বিদায়ী তৃণমূল বিধায়ক তথা এ বারের দলীয় প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তাঁর অনুপস্থিতিতেই ব্লকের অন্য নেতারা বৈঠক সারেন। মাস্টারমশায়কে এ দিন বার বার মোবাইলে চেষ্টা করেও পাওয়া যায়নি। অন্য কেউ ফোন ধরে জানান, তিনি দলীয় কাজে ব্যস্ত।
রবীন্দ্রনাথবাবুকে প্রার্থী করার প্রতিবাদে সিঙ্গুরে তৃণমূলের একাংশ বিক্ষোভ দেখায়। দু’পক্ষের আকচাআকচি থামাতে দলের রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে স্থানীয় বিক্ষুব্ধরা কিছুটা নরম হন। দিন কয়েক আগে যুযুধান দু’পক্ষ বৈঠকে বসে। সেখানে সমস্যা না মেটায় বুধবার ফের সিঙ্গুরে দলের কার্যালয়ে বৈঠক ডাকা হয়। সেই মতো ব্লক থেকে নির্বাচিত দলের জেলা পরিষদ সদস্য, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, ব্লক সভাপতি-সহ অন্য নেতারা এ দিন বিকেলে সেখানে উপস্থিত হন। রবীন্দ্রনাথবাবুকে ছাড়াই বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত নেতারা জানান, আগের বৈঠকে সবাইকে চিঠি দেওয়া হয়েছিল। সেখানেই যেহেতু পরবর্তী বৈঠকের দিন ঠিক হয়ে গিয়েছিল তাই কাউকে আর চিঠি দেওয়া হয়নি। বেড়াবেড়ি পঞ্চায়েতের উপপ্রধান দুধকুমার ধাড়া বলেন, ‘‘মাস্টারমশাই আমাদের জানিয়েছেন, অন্য কাজে ব্যস্ত থাকায় বৈঠকে আসতে পারেননি। ব্লকের যে নির্বাচন সংক্রান্ত কমিটি আছে, তারাই ওঁকে সামনে রেখে প্রচারের কাজ করবে।’’ রবীন্দ্রনাথবাবুর ঘনিষ্ঠ, জেলা পরিষদ সদস্য মানিক দাস অবশ্য এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি।