রাস্তার মধ্যে এক যুবককে মারধর করে গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল কোন্নগরের এক মহিলা তৃণমূল কাউন্সিলর এবং তাঁর দলবলের বিরুদ্ধে। শুক্রবার রাতে কোন্নগরের মনসাতলা এলাকায় ওই ঘটনার পরে প্রহৃত দেবাশিস মোহান্তি উত্তরপাড়া থানায় এ নিয়ে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যাসত্য তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ মানেননি পলি ঘোষ নামে ১১ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর।
দেবাশিসের বাড়ি কানাইপুরের বাঁশাই এলাকায়। তিনি গাড়ি চালান। তিনি জানান, শুক্রবার রাত আড়াইটে নাগাদ তিনি গাড়ি নিয়ে কালীপুজো উপলক্ষে কোন্নগরের শকুনতলা কালীমন্দিরে যাচ্ছিলেন। সঙ্গে চার বন্ধু ছিলেন। মনসাতলার কাছে ক্রাইপার রোডে ‘নো-এন্ট্রি’ থাকায় পুলিশ পাশের রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে নিতে বলে। দেবাশিসের অভিযোগ, সেই সময়েই পলিদেবী-সহ কয়েক জন তাঁদের উপর চড়াও হন। গাড়ি থেকে নামিয়ে তাঁদের মারধর করা হয়। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়।
দেবাশিস বলেন, ‘‘বিনা প্ররোচনায় পলিদেবী এবং তাঁর লোকজন হামলা করলেন। মার খেয়ে মন্দিরে না-গিয়ে আমরা বাড়ি ফিরে যাই। কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখাই।’’ মারধরের অভিযোগ উড়িয়ে পলিদেবীর দাবি, সপরিবারে একটি অটোতে তিনি উত্তরপাড়া থেকে ফিরছিলেন। মনসতলার কাছে একটি গাড়ি থেকে কিছু যুবককে মহিলাদের কটূক্তি করতে দেখে তিনি প্রতিবাদ জানান। তাঁর কথায়, ‘‘ওই যুবকেরা কথা না শোনায় আমাদের এক জন গিয়ে পুলিশ ডাকেন। আমরা চলে যাই। কেউ মারধর করেননি।’’