সোমেন মিত্র। —ফাইল চিত্র।
সোমেন মিত্রর মৃত্যুর পরে কী ভাবে বাম-কংগ্রেস জোট তৈরির প্রক্রিয়া চলবে, তা নিয়ে চিন্তিত বিধানসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান। বুধবার হাওড়ার শ্যামপুরে সোমেনবাবুর স্মরণসভায় বক্তৃতা করেন মান্নান। বলেন, ‘‘সোমেনদা আন্তরিক ভাবেই বাম-কংগ্রেস জোট চাইছিলেন। জোট নিয়ে আলোচনা চলাকালীন চলে গেলেন। আমরা চিন্তিত, জোটটা কী ভাবে হবে। সোমেনদার মৃত্যুতে জোট-রাজনীতির অপূরণীয় ক্ষতি হল।’’ সঙ্গে যোগ করেন: ‘‘২০১৬ সালে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে হলে বাম-কংগ্রেস জোট যে প্রয়োজন, তা আমিই প্রথম বলেছিলাম। তখন দলের অনেকেই সমর্থন করেননি। প্রকাশ কারাটের মতো সিপিএমের অনেকে জোটের বিরুদ্ধে ছিলেন। সোমেনদা আমার প্রস্তাবকে সমর্থন করে বলেছিলেন, এটাই পথ। ’’
মান্নান মনে করেন, এ বার জোট করতে সিপিএম বেশি আন্তরিক। তিনি বলেন, ‘‘সোমেনদার স্বপ্নপূরণে এ বার এআইসিসি নিশ্চয়ই জোট গড়তে কার্যকরী ভূমিকা নেবেন।’’
সোমেন-স্মরণে এ দিন স্থানীয় সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক নেতারা হাজির ছিলেন। ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, আমতার কংগ্রেস বিধায়ক অসিত মিত্র প্রমুখ।