স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বিক্ষোভ

সম্পাদিকার বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ তুলে সোমবার সিঙ্গুর ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন ওই ব্লকের মির্জাপুর-বাঁকিপুর পঞ্চায়েতের একটি স্বন‌ির্ভর গোষ্ঠীর সদস্যেরা। সম্পাদিকা এলে তাঁকে ঘিরেও বিক্ষোভ চলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিঙ্গুর শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ০১:১৮
Share:

জমায়েত: প্ল্যাকার্ড হাতে সদস্যেরা। নিজস্ব চিত্র

সম্পাদিকার বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ তুলে সোমবার সিঙ্গুর ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন ওই ব্লকের মির্জাপুর-বাঁকিপুর পঞ্চায়েতের একটি স্বন‌ির্ভর গোষ্ঠীর সদস্যেরা। সম্পাদিকা এলে তাঁকে ঘিরেও বিক্ষোভ চলে। তাঁকে হিসেব দিতে হবে নতুবা প্রশাসনকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এমন দাবিও ওঠে।

Advertisement

বিডিও সুমন চক্রবর্তী একটি তদন্ত কমিটি গঠন করেছেন। বিডিও বলেন, ‘‘কেউ যদি দোষী হন, আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’ অভিযোগ নিয়ে সম্পাদিকা নিবেদিতা দত্ত কোনও মন্তব্য করেননি। ‘সৃষ্টি’ নামে ওই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, ২০১৪ সাল থেকে গোষ্ঠীর আয়-ব্যয়ের কোনও হিসেব সম্পাদিকা দেননি। গোষ্ঠীর অনেকের সেলাই প্রশিক্ষণ থাকা সত্ত্বেও কাজের বরাত পেলে তাঁদের না জানিয়ে সম্পাদিকা বাইরে থেকে তা করান। গোষ্ঠীর সভাপতি শম্পা অধিকারী বলেন, ‘‘সম্প্রতি ব্যাঙ্কের বইতে দেখা যায়, সরকারি অনুদান বাবদ ১৭ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। অথচ, কোথায় কী খরচ হয়েছে বলতে পারছেন না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement