bjp

শিলিগুড়িতে কর্মী মৃত্যুর প্রতিবাদ, হাওড়ায় পথ অবরোধ বিজেপির

বিজেপির অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় ফাসিতলা মোড়ে। যানজট ছড়িয়ে পরে জিটি রোডেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ১৯:০২
Share:

পথ অবরোধে তৈরি হয় যানজট। — নিজস্ব চিত্র

বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে পুলিশি আক্রমণের অভিযোগ হাওড়ার ফাসিতলা মোড় অবরোধ করে বিক্ষোভ বিজেপির। সোমবার বিকেলে বিজেপির হাওড়া সদর যুব মোর্চার নেতাকর্মীরা রাস্তায় বসে পড়েন। আগুন জ্বেলেও প্রতিবাদ জানান। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

Advertisement

অল্পক্ষণের জন্য হলেও বিজেপির অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় ফাসিতলা মোড়ে। যানজট ছড়িয়ে পরে জিটি রোডেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত ছিল বিশাল পুলিশবাহিনী। হাওড়া সদরের যুব মোর্চা সভাপতি ওমপ্রকাশ সিংহ বলেন, উত্তরকন্যা অভিযানে যে ভাবে বিজেপি কর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে তা নিন্দনীয়। উল্লেখ্য, শিলিগুড়িতে পুলিশের আক্রমণে এক দলীয় কর্মীর মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে বিজেপি। মঙ্গলবার এর প্রতিবাদে ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাকও দিয়েছে রাজ্য বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement