দখল হটিয়ে সিঙ্গুরে পূর্ত দফতরের জায়গা উদ্ধার

আদালতের নির্দেশে বৃহস্পতিবার সিঙ্গুরের আলুর মোড়ে পূর্ত দফতরের বেদখল হওয়া জায়গা উদ্ধার করল হুগলি জেলা প্রশাসন। গণ্ডগোলের আশঙ্কায় ঘটনাস্থলে জেলা পুলিশ এবং প্রশাসনের কর্তারা হাজির ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিঙ্গুর শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬ ০১:৫৯
Share:

—নিজস্ব চিত্র।

আদালতের নির্দেশে বৃহস্পতিবার সিঙ্গুরের আলুর মোড়ে পূর্ত দফতরের বেদখল হওয়া জায়গা উদ্ধার করল হুগলি জেলা প্রশাসন। গণ্ডগোলের আশঙ্কায় ঘটনাস্থলে জেলা পুলিশ এবং প্রশাসনের কর্তারা হাজির ছিলেন। ছিল প্রচুর পুলিশ। পূর্ত দফতরের জমি থেকে ১১৪টি দোকান সরানো হয়। প্রসঙ্গত, এর আগে গত ১৬ ডিসেম্বর প্রশাসনের তরফে পূর্ত দফতরের জায়গা দখলমুক্ত করতে গেলে ব্যবসায়ীদের অবরোধ এবং বাধায় ফিরে আসে পুলিশ। উল্লেখ্য, এর আগে অজিত দাস নামে আলুর মোড় এলাকার এক বাসিন্দা আদালতের কাছে আর্জি জানান, তাঁর বাড়িতে ঢোকার পথ আগলে ব্যবসা হচ্ছে। তিনি বাড়িতে ঢুকতে বাধা পাচ্ছেন। এরপর আদালতের নির্দেশে প্রাথমিকভাবে ব্যবসায়ীরা সরে গেলেও ফের তা দখল হয়ে যায়। তিনি বিষয়টি ফের আদালতে জানালে প্রশাসনকে ওই জমি দখলমুক্ত করতে নির্দেশ দেয় আদালত। সিঙ্গুরের বিডিও সুমন চক্রবর্তী বলেন, ‘‘প্রশাসনের তরফে আদালতের নির্দেশ কার্যকর করা হয়েছে এদিন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement