হাওড়া

প্রহৃত ‘প্রতিবাদী’

মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করে ফের আক্রান্ত যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪১
Share:

মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করে ফের আক্রান্ত যুবক।

Advertisement

গত ফেব্রুয়ারিতে সরস্বতী পুজোর ভাসানের সময়ে মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করায় সালকিয়ায় দুষ্কৃতীদের হাতে খুন হন অরূপ ভাণ্ডারী নামে এক যুবক। আর বুধবার বেশি রাতে মধ্য হাওড়ার নস্করপাড়ায় রকে বসে মদ খাওয়া ও মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করে আক্রান্ত হলেন আর এক যুবক।

পুলিশ জানায়, আক্রান্তের নাম শুভঙ্কর মিত্র। তিনি একটি ভ্রমণ সংস্থার মালিক। বুধবার যখন তিনি ফিরছিলেন, কয়েক জন দুষ্কৃতী তাঁর বাড়ির সামনেই আক্রমণ করে তাঁকে। অভিযোগ, তাঁকে রাস্তায় ফেলে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারা হয়। তাঁর মাথা ফেটে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে রাতেই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। যদিও বৃহস্পতিবার রাত পর্যন্ত ওই ঘটনায় কেউ ধরা পড়েনি।

Advertisement

পুলিশ জানায়, শিবপুর থানার নস্করপাড়া ও অপ্রকাশ মুখার্জি লেনের মোড়ে বিভিন্ন বাড়ির রকে রাত হলেই রোজ মদের আসর বসছিল। অভিযোগ, মহিলারা গেলেই তাঁদের উদ্দেশ্যে নানা অশ্লীল মন্তব্য করা ছিল নিত্যদিনের ঘটনা। এলাকার পুরনো বাসিন্দা শুভঙ্কর প্রতিবাদে এগিয়ে আসেন। তাঁর উদ্যোগে গত মঙ্গলবার স্থানীয়েরা গণ-স্বাক্ষর করে পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ঠিক পরের রাতে শুভঙ্কর আক্রান্ত হন। বৃহস্পতিবার শুভঙ্কর বলেন, ‘‘বছর পাঁচ আগে একই ঘটনার প্রতিবাদ করেছিলাম। তখন সব বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক মাস ধরে ফের একই ঘটনা শুরু হওয়ায় আমরা পুলিশে জানাই। সেই রাগেই ওরা আমাকে আক্রমণ করে।’’ তাঁর অভিযোগ, পুলিশে অভিযোগ দায়ের করার পরে ১৫ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু পুলিশ এক বারও খোঁজ নিতে আসেনি। এক বছরের সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি আতঙ্কে রয়েছেন। হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘‘ওই যুবক একটি ডায়েরি করেছেন। আমরা তদন্তও শুরু করেছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। অপরাধীরা দ্রুত ধরা পড়বে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement