অবস্থান বিক্ষোভে চাষিরা। পোলবার গোটুতে। ছবি: তাপস ঘোষ
নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে ঠাণ্ডা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাষিরা। তাঁদের সমর্থনে হুগলির পোলবায় চাষিরা পথে নামলেন। সোমবার এই নিয়ে কংগ্রেসের ডাকে অবস্থান বিক্ষোভ হয় পোলবার গোটুতে। স্থানীয় বেশ কিছু চাষি সেখানে যোগ দেন। তাঁদের আশঙ্কা, নতুন কৃষি আইনের জেরে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। বড় বড় কর্পোরেট সংস্থা আরও মুনাফা করবে।
এ দিন গোটু বাজারের কাছে চুঁচুড়া-তারকেশ্বর রোডের পাশে মঞ্চ বেঁধে সত্যাগ্রহ অবস্থান করে কংগ্রেস। দলের নেতারা অভিযোগ তোলেন, নয়া আইনের ফলে ন্যায্য দামে ফসল বিক্রির কোনও উপায় চাষির থাকবে না। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেবে। এমনকী, কোন ফসল কৃষক চাষ করবেন, তাও ঠিক করে দেবে কর্পোরেট সংস্থা। সব মিলিয়ে নিজের জমিতে চাষির কোনও স্বাধীনতা থাকবে না। অন্য দিকে, পুঁজিপতিদের দাপটে বাজারের ছোট ব্যবসায়ীরা হারিয়ে যাবেন। ফসলের দাম নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা থাকবে না। তার ফলে সাধারণ মানুষ সর্বস্বান্ত হবেন।
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রীতম ঘোষ, প্রতিম মিত্র-সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রীতমবাবু বলেন, ‘‘গোটা দেশটাকেই কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। নতুন কৃষি আইনের যে খাঁড়া নেমে আসছে তাতে শুধু চাষি নন, সাধারণ মানুষও ছাড় পাবেন না। এই বিপদ সবাইকেই বুঝতে হবে।’’