ছবি: তাপস ঘোষ।
নিয়োগপত্র না-মেলায় রবিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চুঁচুড়ার পিপুলপাতিতে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখালেন ৭২ জন চাকরিপ্রার্থী।
বিক্ষোভকারীদের অভিযোগ, কাউন্সেলিংয়ের পরে শিক্ষক পদে যোগ দেওয়ার জন্য স্কুল নির্বাচনও হয়ে গিয়েছে। কিন্তু এ দিন ঘোষণামতো অন্য চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হলেও তাঁদের দেওয়া হয়নি। বিক্ষোভের জেরে আটকে পড়েন সংসদের চেয়ারম্যান এবং কর্মীরা। রাত ১২টা নাগাদ চেয়ারম্যান নির্মলেন্দু অধিকারী দফতর থেকে বেরিয়ে গাড়িতে উঠতে গেলে আন্দোলনকারীরা আটকান। বিশাল পুলিশ বাহিনী যায়। সমস্যা সমাধানের জন্য সদর মহকুমাশাসকও ঘটনাস্থলে পৌঁছন। দফতরের পক্ষ থেকে সমস্যা সমাধানের চেষ্টার আশ্বাস দেওয়া বলে রাত ১টা নাগাদ বিক্ষোভ থামে। অত রাতে আন্দোলনকারীদের থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে পুরসভার হলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়।
বিক্ষোভকারীদের মধ্যে বসন্ত মোদক বলেন, ‘‘স্থায়ী শিক্ষক পদে চাকরির জন্য বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নিয়োগপত্র দেওয়া নিয়ে টালবাহানা করছে প্রাথমিক শিক্ষা সংসদ। ওরা বলছে, আমাদের কাগজপত্র ঠিক নেই। তাই নিয়োগপত্র দেওয়া হবে না।’’ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বলেন, ‘‘ওই চাকরিপ্রার্থীদের কাগজপত্র ঠিক না থাকার জন্যই নিয়োগপত্র দেওয়া যায়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে।’’