প্রত্যয় ভট্টাচার্য ও মধুলেখা হাজরা। —নিজস্ব চিত্র।
গঙ্গাবক্ষে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সেরার সম্মান পেলে বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য ও কলকাতার মধুলেখা হাজরা।
রবিবার হুগলির শ্রীরামপুরের ইকল্যাট সুইমিং ক্লাবের উদ্যোগে ৪০ তম সারা বাংলা ২০ কিলোমিটার ওই প্রতিযোগিতা শুরু হয় চন্দননগরের রানীঘাট থেকে। শেষ হয় ইকল্যাট সুইমিং ক্লাব সংলগ্ন ঘাটে। হুগলি ছাড়াও কলকাতা, বর্ধমান, নদিয়া-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১৯ জন সাঁতারু প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন। এঁদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ছ’জন মেয়ে। উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রত্না দে নাগ, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী প্রমুখ।
ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হন বর্ধমানের চিল্ড্রেন কালচারাল সেন্টারের প্রত্যয় ভট্টাচার্য। তিনি সময় নেন ১ ঘণ্টা ৫৭ মিনিট ২৩ সেকেন্ড। রানার্স রিষড়া সুইমিং ক্লাবের অপূর্ব সাহা। তাঁর সময় ১ ঘণ্টা ৫৯ মিনিট ২৭ সেকেন্ড। তৃতীয় এইচএলকেএনসি-র দেবরাজ পাত্র। সময় করেন ২ ঘণ্টা ৩ মিনিট ৭ সেকেন্ড। মেয়েদের মধ্যে প্রথম কলকাতার কলেজ স্কোয়ারের মধুলেখা হাজরা সময় নিয়েছেন ২ ঘণ্টা ৫ মিনিট ৪০ সেকেন্ড। রানার্স কোন্নগর সুইমিং ক্লাবের অনিন্দিতা মাইতি। তৃতীয় হয়েছেন অয়ন্তিকা দে। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল।