Panchayat member

তৃণমূল ছাড়লেন শুভেন্দু ঘনিষ্ঠ নেতা, কর্মাধ্যক্ষ পদে ইস্তফা

শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে এ বার এ বার তৃণমূল ছাড়লেন, হুগলির চণ্ডীতলা-১ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ আলমগীর মোল্লা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ২৩:৫৫
Share:

আলমগীর মোল্লা। নিজস্ব চিত্র।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে এ বার এ বার তৃণমূল ছাড়লেন, হুগলির চণ্ডীতলা-১ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ আলমগীর মোল্লা। দলে মর্যাদা না পাওয়াতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানান আমলগীর।

Advertisement

শুক্রবার শ্রীরামপুর মহকুমা শাসকের কাছে আলমগীর কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা পাঠিয়ে দেন। শুভেন্দু অধিকারীর অনুগামী তৃণমূলত্যাগী এই নেতা বলেন, ‘‘আমার নেতা শুভেন্দু যে পথে যাবে আমিও সেই পথে যাব।শুভেন্দু বিজেপি হলে আমিও বিজেপি।’’

বৃহস্পতিবার তৃণমূল ছেড়েছেন, হুগলির ডানকুনি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দেবাশিস মুখোপাধ্যায়-সহ তিন প্রাক্তন কাউন্সিলর। জেলা বিজেপি সূত্রের খবর, শীঘ্রই তৃণমূলের আরও অনেক নেতা গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন।

Advertisement

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড স্মিথের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement