তৃণমূল জমানাতে এতদিন হুগলিতে শুধু দু’টি পঞ্চায়েত সমিতি হাতে ছিল সিপিএমের। তার মধ্যে শুক্রবার হাতছাড়া হল পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতি। সমিতির সিপিএম সভাপতির বিরুদ্ধে আনা অনাস্থায় শুক্রবার জিতে গেল তৃণমূল। স্বাধীনতার পরে এই প্রথম ওই সমিতির ক্ষমতা হারাল সিপিএম।
গত পঞ্চায়েত ভোটে ৫৬ আসনের ওই সমিতিতে সিপিএম ৩৪টি আসন পায়। ফরওয়ার্ড ব্লক পায় একটি এবং তৃণমূল ১১টি। কিছুদিন আগেই সহ-সভাপতির বিরুদ্ধে অনাস্থা ভোটে জিতে বিরোধী দলনেতা থেকে ওই পদে নির্বাচিত হন তৃণমূলের অসিত চট্টোপাধ্যায়। তার পরেই বেশ কিছু সিপিএম সদস্য তৃণমূল যোগ দেন।
দিন কয়েক আগে সমিতির সিপিএম সভাপতি চম্পা মাঝির বিরুদ্ধে স্বজনপোষণ, দুর্নীতি-সহ নানা অভিযোগে অনাস্থা আনেন অসিতবাবুরা। শুক্রবার ভোটাভুটিতে দেখা যায় ২৪-০ ভোটে জিতে গিয়েছে তৃণমূল। অসিতবাবু বলেন, ‘‘আমরা ব্লকে নতুন করে রাস্তা বানাব, আলো, পানীয় জলের ব্যবস্থা করব।’’ অভিযোগ নিয়ে চম্পাদেবীর কোনও বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ফোন বেজে গিয়েছে।
তবে, পান্ডুয়ার সিপিএম বিধায়ক আমজাদ হোসেন বলেন, ‘‘আমাদের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন তৃণমূলের নেতারা। দলের কিছু সদস্যকে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছিল।’’ অভিযোগ মানেননি তৃণমূল নেতারা।