নাবালিকা উদ্ধার কানাইপুরে

মাঝরাতে রাস্তা থেকে এক কিশোরীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন নৈশরক্ষী বাহিনীর সদস্যরা। বুধবার শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের কানাইপুরের ঘটনা। মেয়েটিকে আপাতত হোমে পাঠানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উত্তরপাড়া শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০৩:১৮
Share:

মাঝরাতে রাস্তা থেকে এক কিশোরীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন নৈশরক্ষী বাহিনীর সদস্যরা। বুধবার শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের কানাইপুরের ঘটনা। মেয়েটিকে আপাতত হোমে পাঠানো হয়েছে।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কানাইপুরে আরজি পার্টির সদস্যরা পাহারা দিচ্ছিলেন। রাত ২টো নাগাদ বছর পনেরোর ওই কিশোরী তাঁদের নজরে পড়ে। মেয়েটি একা রাস্তায় ঘোরাঘুরি করছিল। তাঁরা ফোনে বিষয়টি চাইল্ড লাইনে জানান। সেখান থেকে খবর পেয়ে কানাইপুর ফাঁড়ির পুলিশ এসে মেয়েটিকে নিয়ে যায়। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) নির্দেশে মেয়েটিকে উত্তরপাড়া হোমে রাখা হয়েছে।

চাইল্ড লাইন সূত্রে জানা গিয়েছে, মেয়েটির বাড়ি ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায়। সে ওই এলাকারই একটি হিন্দি মাধ্যম স্কুলে পড়াশোনা করত। কয়েক মাস আগে বিয়ে করার নাম করে এক যুবক তাকে একটি ঘরে আটকে রেখে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। সেখান থেকে সে পালিয়ে পুলিশের দ্বারস্থ হয়। সেই সময় চাইল্ড লাইনের আধিকারিকরা মেয়েটির কাউন্সেলিং করেন। ফের তাঁকে স্কুলে ভর্তি করানো হয়। যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয় থানায়। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

Advertisement

বুধবার রাতে পরিবারের বড়দের সঙ্গে মনোমালিন্য হওয়ায় মেয়েটি ফের বাড়ি ছেড়েছিল। সংশ্লিষ্ট দফতরের লোকজনকে সে জানায়, রাস্তায় চারটি ছেলে তার মুখে রুমাল চাপা দিতে সে বেহুঁশ হয়ে যায়। সিডব্লিউসি সূত্রের দাবি, মেয়েটির মেডিক্যাল পরীক্ষায় নির্যাতনের প্রমাণ মেলেনি। মেয়েটি মানসিকভাবে সুস্থ নয়। তার কাউন্সেলিং প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement