বলাগড়ে তৃণমূলের কর্মীসভা। — নিজস্ব চিত্র
বিরোধী দল হতে গেলে যে সংখ্যক আসন লাগে তার ধারে কাছেও যেতে পারবে কোনও দল। ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচন নিয়ে এমনই ভবিষ্যদ্বাণী করলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রবিবার হুগলি জেলার বলাগড়ে তৃণমূলের কর্মী সম্মেলনে যোগ দিতে এসে তিনি বলেন, ‘‘বিধানসভায় বিরোধী দল হতে যত আসন লাগে তার ধারে কাছেও কেউ যেতে পারবে না।’’ বিরোধীদের আক্রমণের পাশাপাশি তৃণমূলের যাঁরা দলবদল করতে চান তাঁদেরও কটাক্ষ করেন শোভনদেব। তবে কারও নাম নেননি তিনি। দলবদল প্রসঙ্গে শোভনদেব বলেন, ‘‘সমুদ্র থেকে এক ঘটি জল তুলে নিলে যেমন কমে না, তেমন এক ঘটি জল ঢাললেও বাড়ে না।’’
বলাগড় বিধানসভা এলাকার সোমরাবাজারের কোলোরা মোড়ে গণবাণী ভবনে তৃণমূলের কর্মী সম্মেলনে যোগ দেন বিদ্যুৎ মন্ত্রী। ১৩টি গ্রাম পঞ্চায়েতের কর্মীরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। মন্ত্রী শোভনদেব ছাড়াও ছিলেন জেলার বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে শোভনদেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁর উপর দায়িত্ব দেবেন তিনি এ ব্যাপারে কথা বলবেন।’’