সেরা: মেয়েদের মধ্যে প্রথম পূজা মণ্ডল ও ছেলেদের মধ্যে প্রথম শুভঙ্কর ঘোষ। নিজস্ব চিত্র
থ্যালাসেমিয়া নির্মূল করার লক্ষ্যে সচেতনতার ম্যারাথন হয়ে গেল হুগলিতে। রবিবার সকালে উত্তরপাড়া স্টেশন সংলগ্ন মনমোহন উদ্যান (সিএ মাঠ) থেকে ১২ কিলোমিটারের ওই দৌড় প্রতিযোগিতা শুরু হয়। শ্রীরামপুর মহকুমা পুলিশের সহযোগিতায় এর আয়োজন করেছিল থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য কাজ করা সংগঠন ‘রমেশচন্দ্র দেব স্মৃতি রক্ষা সমিতি’।
দৌড়ের উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার তুলসীদাস বলরাম। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েকশো প্রতিযোগী এসেছিলেন। তাঁদের সঙ্গে দৌড়ে সামিল হন শ্রীরামপুরের এসডিপিও কামনাশিস সেন। জিটি রোড ধরে দৌড় শেষ হয় শ্রীরামপুর স্পোর্টিং মাঠে। চ্যাম্পিয়ন হন হাওড়ার শুভঙ্কর ঘোষ। তিনি সময় নেন ৩৫ মিনিট ০৪.২৪ সেকেন্ড। দ্বিতীয় স্থান (৩৫ মিনিট ০৬.০৭) অধিকার করেন দক্ষিণ ২৪ পরগনার মানস দাস। তাঁর থেকে ৭.৮১ সেকেন্ড পরে ফিনিশিং পয়েন্টে পৌঁছে তৃতীয় হন ওই জেলারই ঋষি চক্রবর্তী।
মেয়েদের মধ্যে সেরার মুকুট ওঠে টালিগঞ্জের পূজা মণ্ডলের মাথায়। তিনি দৌড় শেষ করেন ৪০ মিনিট ৩৯.৯৪ সেকেন্ডে। ৪১ মিনিট ৩৯.২১ সেকেন্ড সময় করে দ্বিতীয় হন নদিয়ার সাবিনা খাতুন। তৃতীয় স্থানাধিকারী উত্তর ২৪ পরগনার কল্পনা কীর্তনীয়া সময় নিয়েছেন ৪৯ মিনিট ১৭.৮২ সেকেন্ড। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। দুই বিভাগের দশ জন স্থানাধিকারীর পাশাপাশি সর্বজ্যেষ্ঠ প্রতিযোগী, ৮৩ বছরের অনিমেষচন্দ্র দাসকেও পুরস্কৃত করা হয়। এ ছাড়াও লিউকোমিয়ায় আক্রান্ত দুই শিশু এবং সিএ মাঠের মালির মেয়ের চিকিৎসার জন্য অর্থসাহায্য করা হয়। অনুষ্ঠানেথ্যালাসেমিয়া নিয়ে প্রচারও ছিল।