দৌড়: বড়দিনের সকালে। নিজস্ব চিত্র
হাওড়ার শিবপুর বিই কলেজের প্রাক্তনীদের উদ্যোগে বেলুড় শ্রমজীবী হাসপাতালের সাহায্যার্থে হয়ে গেল ‘রুট-৫৫’ নামক দৌড় প্রতিযোগিতা। রবিবার সকালে ধর্মতলায় মেট্রো সিনেমার সামনে থেকে শুরু হয়ে ৫৫ নম্বর বাসরুট ধরে দৌড় শেষ হয় বিই কলেজের সামনে।
গত পাঁচ বছর ধরে এই দৌড় হয়ে আসছে। রবিবার বিই কলেজের প্রাক্তনীদের পাশাপাশি শ্রমজীবী হাসপাতালের পক্ষ থেকেও অনেকে দৌড়ে যোগ দেন। মেট্রো সিনেমা এবং বিই কলেজের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আয়োজকেরা জানিয়েছেন, উপস্থিত প্রাক্তনীদের মধ্যে অধিকাংশই প্রবাসী। দৌড়ে যোগদানের শর্ত হিসেবে তাঁরা শ্রমজীবী হাসপাতালের অ্যাকাউন্টে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিয়েছেন। এখানে আলাদা করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাছা হয় না। যোগদানকারীদের সবাইকে একটি করে মেডেল দেওয়া হয়।
আয়োজকদের বক্তব্য, নিউইয়র্কে ‘রুট ৫৬’ নামে একটি বাস রুট ধরে এই ধরণের দৌড় হয়। সেই আদলেই এই আয়োজন। উদ্দেশ্য হল, শ্রমজীবী হাসপাতালকে অর্থ সাহায্য করা। শ্রমজীবী হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ বার দৌড় উপলক্ষে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা তাঁদের তহবিলে জমা পড়েছে। বিই কলেজের প্রাক্তনীদের ইচ্ছেয় ৫৫ রুটের বাসকর্মীরা শ্রমজীবী হাসপাতালে নিখরচায় চিকিৎসার সুবিধা পাবেন। তাঁদের ‘স্বাস্থ্য কার্ড’ দেওয়া হবে।