আরামবাগ লোকসভা কেন্দ্রের মোট ২০৫৮টি বুথকেই অতি স্পর্শকাতর ঘোষণার দাবি করা হল সিপিএমের তরফে। শুক্রবার মহকুমাশাসকের ডাকা সর্বদলীয় বৈঠকে সিপিএমের তরফে শাসক দলের সন্ত্রাসের প্রসঙ্গ তুলে এই দাবি জানানো হয়।
সিপিএমের আরামবাগ এরিয়া (১) সম্পাদক পূর্নেন্দু চট্টোপাধ্যায় বলেন, ‘‘গত পঞ্চায়েত নির্বাচনে কোথাও প্রার্থী দিতে দেয়নি তৃণমূল। সেই সন্ত্রাস অব্যহত আছে।’’ বিজেপির আরামবাগ নেতা তথা রাজ্য কমিটির সদস্য অসিত কুন্ডু বলেন, “আমরা সবকটি বুথকে স্পর্শকাতর জানিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের দাবি করেছি।” কংগ্রেস নেতা প্রভাত ভট্টাচার্যেরও বক্তব্যও এক।
আরমবাগ লোকসভা কেন্দ্রের আওতায় সাতটি বিধানসভা কেন্দ্রে মোট বুথ ২০৫৮টি। মহকুমা প্রশাসন থেকে বলা বলা হয়েছে, “স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ এখনও চূড়ান্ত হয়নি। প্রস্তাবগুলি বিবেচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।” তবে বৈঠকের পর তৃণমূলের পক্ষে আরামবাগের ব্লক সভাপতি স্বপন নন্দী বলেন, “আমাদের এখানে একটা বুথও স্পর্শকাতর নয়। বিধানসভার মতো এ বারও মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন।”
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
আদর্শ নির্বাচন বিধির তোয়াক্কা না করে সরকারি সম্পত্তির উপর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার সামগ্রী সরানো হচ্ছিল না বলে অভিযোগ ছিল আরামবাগ জুড়ে। এ দিন তা নিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে দলগুলিকে। মহকমাশাসক লক্ষ্মীভব্য তান্নিরু জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক দলগুলির কাছে নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে সরকারি সম্পত্তির উপর যাবতীয় প্রচার সামগ্রী সরাতে হবে। একই সঙ্গে ব্যক্তি মালিকানার কোন জায়গায় প্রচার সামগ্রী থাকলেও তার যথাযথ অনুমতি পত্র জমা দিতে হবে।