বিধি মেনে ইস্তফা দিলীপ-কল্যাণের  

কল্যাণ বলেন, ‘‘দিলীপ দলের একনিষ্ঠ শৃঙ্খলাপরায়ণ কর্মী। পুরপ্রধানের দায়িত্ব পেয়ে উত্তরপাড়া পুরসভার চেহারাই বদলে দিয়েছে। কমিশনের বিধি মেনে আমরা দু’জনেই পদ থেকে সরে দাঁড়ালাম।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ০৪:৫০
Share:

প্রক্রিয়া: চলছে ইস্তফা-পর্ব। নিজস্ব চিত্র

লোকসভা ভোটে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্টের দায়িত্ব সামলাবেন তিনি। তাই নির্বাচন কমিশনের বিধি মেনে উত্তরপাড়ার পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন দিলীপ যাদব। সোমবার শ্রীরামপুরের মহকুমাশাসক তনয় দেব সাহার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রার্থী হওয়ার জন্য এ দিন কল্যাণও এইচআরবিসি-র চেয়ারম্যান এবং ফুরফুরা উন্নয়ন পর্ষদের পরিচালন সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

Advertisement

কল্যাণ বলেন, ‘‘দিলীপ দলের একনিষ্ঠ শৃঙ্খলাপরায়ণ কর্মী। পুরপ্রধানের দায়িত্ব পেয়ে উত্তরপাড়া পুরসভার চেহারাই বদলে দিয়েছে। কমিশনের বিধি মেনে আমরা দু’জনেই পদ থেকে সরে দাঁড়ালাম।’’

গত দু’টি লোকসভা ভোটের মতো এ বারও কল্যাণের নির্বাচনী এজেন্ট হচ্ছেন দিলীপ। কমিশনের বিধি বলছে, কোনও মন্ত্রী, বিধায়ক, সাংসদ বা পুরপ্রধান নির্বাচনী এজেন্ট হতে পারেন না। সে ক্ষেত্রে তাঁকে পদত্যাগ করতে হবে। সেই বিধি মেনেই এ দিন দিলীপ পদত্যাগ করেন। নির্বাচন মিটে গেলে কাউন্সিলরদের ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে আবার ওই পদে ফিরতে পারবেন তিনি। আপাতত উপ-পুরপ্রধান অদিতি কুণ্ডুই দায়িত্ব সামলাবেন বলে উত্তরপাড়া পুরসভা সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement