বাড়িওয়ালাকে মারধরের অভিযোগ উঠল ভাড়াটের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটে চুঁচুড়ার বড়বাজার এলাকায়। বাড়ি মালিককে মারধরের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে ১ ঘণ্টা অবরোধ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়বাজারের বাসিন্দা বিজেপির চুঁচুড়া মণ্ডলের কোষাধ্যক্ষ সুব্রত পালের বাড়িতে তৃণমূল সদস্য হিসেবে পরিচিত তুষারকান্তি সরকার এবং গৌতম সরকার কয়েক বছর ধরে বাস করছেন। বাড়ির মালিক ভাড়াটে তোলার জন্য আদালতে মামলা করেছিলেন। সেই মামলার রায় বাড়িওয়ালার পক্ষে যায়। বিধানসভা নির্বাচনের সময় থেকে ভাড়াটেদের উঠে যাওয়ার নির্দেশ দেন বাড়িওয়ালা সুব্রতবাবু। কিন্তু ভাড়াটেরা বাড়ি ছাড়তে রাজি হননি। এই নিয়ে দু’পক্ষের মধ্যে প্রায়ই বিবাদ লেগেই ছিল। সোমবার রাতে দু’পক্ষের বিবাদ চরমে ওঠে। বাড়িওয়ালার অভিযোগ, রাতে ভাড়াটেদের হয়ে কিছু বহিরাগত সশস্ত্র যুবক তাঁদের বাড়িতে আসেন। সুব্রতবাবুকে বাড়ি থেকে বাইরে ডাকা হয় সমস্যা সমাধানের জন্য। সেখানে দুপক্ষের মধ্যে ফের বাদানুবাদ হয়। অভিযোগ, কয়েকজন যুবক সুব্রতবাবুকে রাস্তায় ফেলে মারধর করেন। তাঁর মাথা ফেটে যায়।
তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। নিছকই বাড়িমালিক ও ভাড়াটিয়াদের মধ্যে বিবাদ।