আরামবাগ-পুড়শুড়া

আধিকারিকই নেই, দুই ব্লকে বিপর্যয় মোকাবিলায় সমস্যা

ডিভিসি-র ছাড়া জল এবং দিন চারেকের অবিরাম বৃষ্টিতে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সর্বত্র প্রশাসনের কর্মীরা পরিস্থিতি মোকাবিলায় নামলেও আরামবাগ এবং পুড়শুড়া ব্লকে কালঘাম ছুটছে তাঁদের। কেননা, ওই দুই ব্লকে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকের পদই যে শূন্য! ফলে, এখনও যথাযথ পরিকল্পনা যে রচনা করা যায়নি তা মানছেন ব্লক প্রশাসনের কর্মীরাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০১:১৪
Share:

ডিভিসি-র ছাড়া জল এবং দিন চারেকের অবিরাম বৃষ্টিতে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সর্বত্র প্রশাসনের কর্মীরা পরিস্থিতি মোকাবিলায় নামলেও আরামবাগ এবং পুড়শুড়া ব্লকে কালঘাম ছুটছে তাঁদের। কেননা, ওই দুই ব্লকে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকের পদই যে শূন্য! ফলে, এখনও যথাযথ পরিকল্পনা যে রচনা করা যায়নি তা মানছেন ব্লক প্রশাসনের কর্মীরাই। এই অবস্থায় অতিরিক্ত বৃষ্টি হলে বা ডিভিসি বাড়তি জল ছাড়লে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কায় ভুগছেন দুই ব্লকের বাসিন্দারা।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্লকপিছু বিপর্যয় মোকাবিলা দফতরে একজন আধিকারিক এবং চার জন করে কর্মী থাকার কথা। কিন্তু বন্যাপ্রবণ আরামবাগ ও পুড়শুড়ায় ওই দফতরে মাত্র দু’জন করে করণিক রয়েছেন। আধিকারিক নেই দীর্ঘদিন। অথচ, যে কোনও বিপর্যয়ের আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি কমানোর জন্য পরিকল্পনা করা, প্রস্তুতি নেওয়া এবং পরিস্থতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে ব্যবস্থা করতে হয় বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিককেই। এ ছাড়াও, বিভিন্ন নদীবাঁধের অবস্থা, প্রয়োজনীয় খাবার, ওষুধ-সহ ত্রাণ সামগ্রী এবং অত্যাবশকীয় পণ্য ব্লক এবং পঞ্চায়েত স্তরে মজুত রাখার ব্যবস্থা, স্থানীয় নৌকা ও মাঝির তথ্য রাখা, বেতারবার্তা প্রেরণের ব্যবস্থা নেওয়া, কন্ট্রোল-রুম চালু করা ইত্যাদিও তাঁর কাজের মধ্যে পড়ে। বন্যার সময় এবং তার পরবর্তী কাজ নিয়েও সিদ্ধান্ত নিতে হয় ওই আধিকারিককে।

কিন্তু আরামবাগ ও পুড়শুড়ায় ওই আধিকারিক না থাকায় ব্লক প্রশাসনের কর্মীরাই পরিস্থিতি সামাল দিচ্ছেন। তাঁদের দেওয়া তথ্যের উপরে পরিকল্পনা রচনা এবং তা কার্যকর করতে যে সমস্যা হচ্ছে, তা মেনে নিয়েছেন দুই ব্লকের বিডিও-ই। পুড়শুড়ার বিডিও অনির্বাণ রায় বলেন, ‘‘সংশ্লিষ্ট আধিকারিক গত দু’বছর ধরে নেই। অন্যান্য কর্মীদের নিয়ে কাজ সারতে হচ্ছে। পুরো সময়ের আধিকারিকের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’’ আরামবাগের বিডিও প্রণব সাঙ্গুই বলেন, ‘‘এই কাজে অভিজ্ঞতা সম্পন্ন হওয়া জরুরি। অতি গুরুত্বপূর্ণ পরিষেবাটি অন্য আধিকারিক বা কর্মীরা করছেন। বিষয়টা জেলা প্রশাসনকে জানানো হয়েছে।’’

Advertisement

পুড়শুড়া এবং আরামবাগ ব্লক দিয়ে বয়ে গিয়েছে দামোদর, মুণ্ডেশ্বরী এবং দ্বারকেশ্বর নদী। এই মরসুমে সেই সব নদীতে যেমন জলস্তর বেড়েছে, তেমনই প্রবল বর্ষণে উপতে গিয়েছে অসংখ্য খাল-বিল। তার উপরে রয়েছে বর্ষায় ডিভিসি-র ছাড়া জল।

ব্লক দু’টির বিপর্যয় মোকাবিলা দফতরের এই হাল নিয়ে হুগলির সভাধিপতি মেহবুব রহমান বলেন, ‘‘পুড়শুড়া এবং আরামবাগ ব্লকে সংশ্লিষ্ট দফতরের কর্মীর অভাব কাটিয়ে ওঠার প্রক্রিয়া চলছে। আমরা ত্রিস্তর পঞ্চায়েত প্রশাসনই বিপর্য়য় মোকাবিলা নিয়ে সজাগ আছি।’’

মদ্যপান করায় ধৃত। গঙ্গার ধারে বসে মদ্যপানের অভিযোগে এক ছাত্র-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় শ্রীরামপুরের কলেজ ঘাটের ঘটনা। পুলিশ সূত্রের খবর, শহরের একটি নামী কলেজের এক পড়ুয়া তথা টিএমসিপি কর্মী-সহ তিন জন হাতেনাতে ধরা পড়ে। পরে তিন জনকেই থানা থেকে জামিনে ছেড়ে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement