বিজেপি নেতাদের ছবিতে কালি। নিজস্ব চিত্র।
বিজেপি নেতাদের ছবিতে কালি লাগানোর ঘটনা নিয়ে উত্তেজনা হুগলির পন্ডুয়ায়। বিজেপির অভিযোগ, এটা তৃণমূলের কাণ্ড। যদিও জেলা তৃণমূলের দাবি, বিজেপির লোকেরাই উত্তেজনা ছড়াতে এটা করেছে।
পান্ডুয়ার জামগ্রাম মণ্ডলাই পঞ্চায়েতের অন্তর্গত মন্ডলাই বাজারতলা এলাকায় বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি মুকুল রায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ছবিতে কালি ছিটিয়ে দেওয়া হয়। আর তা থেকেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিজেপির অভিযোগ, গ্রামে বিজেপি নেতাদের ছবি সহ ফ্লেক্স টাঙানো ছিল। বুধবার সকালে বিজেপি কর্মীরা দেখেন কৈলাস, মুকুল, দিলীপ, লকেটের ছবিতে কালি ছিটিয়ে দেওয়া হয়েছে।
পান্ডুয়া বিধানসভার বিজেপি আহ্বায়ক অশোক দত্তর অভিযোগ, এই কাজ তৃণমূলের। অন্য দিকে, তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, ‘‘বিজেপি নিজেরাই নিজেদের মুখে কালি ছিটিয়েছে। এ সব করে জেলায় রাজনৈতিক অস্তিত্ব খোঁজর চেষ্টা করছে।’’