একশো দিনের কাজ

‘মদের আসর’, স্কুলে বিক্ষোভ

স্কুলের মধ্যে পিকনিক করা ও মদের আসর বসানোর অনুমতি দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। প্রতিবাদে সোমবার প্রধান শিক্ষিকা পুনম ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা, অভিভাবকেরা। ঘটনাটি উলুবেড়িয়ার বেলকুলাই চন্দ্র কুমার অধরচন্দ্র বিদ্যাপীঠের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ০০:৪৬
Share:

স্কুল চত্বরে গড়াগড়ি খাচ্ছে মদের বোতল, গ্লাস। ছবি: সুব্রত জানা।

স্কুলের মধ্যে পিকনিক করা ও মদের আসর বসানোর অনুমতি দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। প্রতিবাদে সোমবার প্রধান শিক্ষিকা পুনম ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা, অভিভাবকেরা। ঘটনাটি উলুবেড়িয়ার বেলকুলাই চন্দ্র কুমার অধরচন্দ্র বিদ্যাপীঠের।

Advertisement

অভিযোগ, রবিবার বহিরাগত কিছু মানুষ ও শিক্ষক-শিক্ষিকারা স্কুলের মধ্যে মাইক ও বক্স বাজিয়ে পিকনিক করছিলেন। মদের আসরও বসিয়ে নাচগান চলছিল। সবই হয়েছে প্রধান শিক্ষিকার উপস্থিতিতে। প্রধান শিক্ষিকা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘রবিবার কলকাতার মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মী স্কুল এসেছিলেন সাহায্য করবেন বলে। পরে তাঁরা স্কুলের বাইরে পিকনিক করেন। সেখানে আমি উপস্থিত ছিলাম। স্কুলের মধ্যে মদ খাওয়া বা নাচানাচি হয়নি।’’

স্কুলের প্রাক্তন ছাত্র সনৎ গায়েন ও দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রবিবার বাসে ৫০-৬০ জনের একটা দল পিকনিক করতে এসেছে। ওই দলে বাচ্চারাও ছিল। যদি স্কুল পরিদর্শনে কেউ এসে থাকেন, তা হলে রবিবার কেন? ওই প্রধান শিক্ষিকা আসার পর থেকে স্কুলের আইনশৃঙ্খলা ভেঙে গিয়েছে।’’

Advertisement

স্কুল পরিচালন কমিটির সভাপতি রমেশচন্দ্র মণ্ডল বলেন, ‘‘বিষয়টি জানতাম না। স্কুলের মধ্যে পিকনিক করার কোনও নিয়ম নেই। যদি প্রধান শিক্ষিকা করে থাকেন তা হলে, খুবই নিন্দাজনক। শীঘ্রই পরিচালন সমিতির সভা ডেকে তদন্তের নির্দেশ দেব।’’

এ দিন বিক্ষোভের জেরে পঠনপাঠন হয়ে যায়। প্রায় ৪ ঘণ্টা পরে পুলিশ গিয়ে প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে। স্কুল চত্বর থেকে মদের খালি বোতল, গ্লাস উদ্ধারও করে। জেলা স্কুল পরিদর্শক তাপস বিশ্বাস বলেন, ‘‘অভিযোগ পেলে তদন্তের নির্দেশ দেব।’’

ডগ-শো। ক্যানেল ক্লাবের উদ্যোগে রবিবার একদিনের ডগ-শো হয়েছে চুঁচুড়া ময়দানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement