মেয়েদের ফাইনালের একটি দৃশ্য।—নিজস্ব চিত্র।
৬১ তম রাজ্য বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হল হুগলি জেলা। রানার্স শিলিগুড়ি। মেয়েদের বিভাগে বাঁকুড়াকে হারিয়ে সেরা পশ্চিম মেদিনীপুর।
রাজ্য বিদ্যালয় ক্রীড়া পর্ষদের উদ্যোগে এবং হুগলি জেলা ক্রীড়া পর্ষদের ব্যবস্থাপনায় গত ৩ সেপ্টেম্বর থেকে জেলাভিত্তিক ওই প্রতিযোগিতার আসর বসেছিল হুগলিতে। উদ্যোক্তারা জানান, ছেলেদের বিভাগে ৮টি জেলা এবং মেয়েদের বিভাগে ৯টি জেলা অংশগ্রহণ করেছিল। রবিবার দুই বিভাগেরই ফাইনাল খেলা হয় বলাগড়ের মহিপালপুর পঞ্চায়েতের কামারপাড়া মাঠে। ছেলেদের ফাইনালে হুগলির মুখোমুখি হয় শিলিগুড়ির ছাত্ররা। ম্যাচটিতে গোলের ছড়াছড়ি। হুগলি ৪-৩ গোলে শিলিগুড়িকে হারায়। ম্যান অব দ্য ম্যাচ চ্যাম্পিয়ন দলের সনাতন সরেন। প্রতিযোগিতার সেরা নির্বাচিত হয়েছে শিলিগুড়ির সুরেশ মিশ্র।
মেয়েদের বিভাগের ফাইনালে পশ্চিম মেদিনীপুর জেলা হারায় বাঁকুড়াকে। পশ্চিম মেদিনীপুরের পক্ষে খেলার ফল ১-০। ম্যাচের সেরা খেলোয়াড়ের শিরোপা ওঠে বিজয়ী দলের সুষমা হেমব্রমের মাথায়। ফাইনালে দল হেরে গেলেও বাঁকুড়ার শ্রীকৃষ্ণা মূর্মূ প্রতিযোগিতার সেরা হয়েছে। হুগলি জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের সম্পাদক সুবীর ঘোষ জানান, দুই বিভাগের চ্যাম্পিয়ন দল চলতি মাসের শেষে শ্রীনগরে জাতীয় বিদ্যালয় প্রতিযোগিতায় যোগ দেবে।