Arjun Singh

অর্জুন থেকে লকেট, শতাব্দীকে নিয়ে একই সুর বিজেপির মুখে

প্রচারের মঞ্চ থেকে তৃণমূলের অপর বিক্ষুব্ধ শিশির অধিকারীকে নিয়েও অবস্থান স্পষ্ট করেন অর্জুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ২০:০৫
Share:

লকেট চট্টোপাধ্যায় ও অর্জুন সিংহ। ফাইল ছবি

রাজ্য রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে তৃণমূলের সাংসদ শতাব্দী রায়। তিনি বদলবদল করবেন কি না, তা নিয়ে এখনও প্রশ্নচিহ্ন রয়েছে। এর মধ্যেই রিষড়ায় দলীয় সভায় এসে বিজেপি সাংসদ অর্জুন সিংহ জানালেন, ‘‘শতাব্দী রায় আগেই বলেছিলেন, তিনি সাংসদ হলেও দলের মধ্যে তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না। উনি যদি দল বদল করে বিজেপিতে আসতে চান, তাহলে বিজেপি ভেবে দেখবে সেই প্রস্তাব।’’

Advertisement

প্রচারের মঞ্চ থেকে তৃণমূলের অপর বিক্ষুব্ধ শিশির অধিকারীকে নিয়েও অবস্থান স্পষ্ট করেন অর্জুন। তিনি বলেন, শিশির অধিকারী বহুদিনের মানুষ। দীর্ঘদিনের এই নেতাকে যে ভাবে তৃণমূল অপমান করেছে, তাতে ওঁর উচিত দল ছেড়ে দেওয়া। আর শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন তাঁর বাড়িতে পদ্ম ফুটবে। এ বার দেখা যাক, ভবিষ্যতে কী হয়।

শতাব্দী রায়কে নিয়ে হুগলির জেলা বিজেপি কার্যালয় থেকে একই কথা বলেছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘‘শতাব্দী রায় তিনবারের সাংসদ। ফিল্ম জগতেও অনেকটা সিনিয়র। তিনি যখন বিরক্তি প্রকাশ করে তারাপীঠ মন্দিরের কমিটি থেকে পদত্যাগ করছেন, তখন বোঝাই যাচ্ছে তৃণমূল একটি দ্বন্দ্বের উপর বসেছিল। শতাব্দী নিজেই বলেছেন, তাঁর সংসদীয় এলাকায় তাঁকে কাজ করতে দেওয়া হয়নি।’’ বিজেপিতে শতাব্দী রায়ের যোগদান নিয়েও শুক্রবার জল্পনা বাড়িয়ে দেন তিনি। লকেট বলেন, ‘‘যাঁরা কাজ করতে চান, বিজেপিতে তাঁদের স্বাগত।’’

Advertisement

আরও পড়ুন: সিবিআইয়ের হাতে এ বার গ্রেফতার রোজ ভ্যালি কর্তার স্ত্রী শুভ্রা কুন্ডু

আরও পড়ুন: শতাব্দীকে আটকাতে তৎপর তৃণমূল, ফোন করতে পারেন মমতা, বললেন সৌগত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement