সুনীল সরকার। ফাইল চিত্র।
হুগলির প্রবীণ সিপিএম নেতা, প্রাক্তন বিধায়ক সুনীল সরকার মারা গিয়েছেন। বুধবার রাতে চন্দননগরের একটি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৫ বছর। সিপিএমের হুগলি জেলা সম্পাদক সুদর্শন রায়চৌধুরী জানান, কয়েক বছর ধরে সুনীলবাবুর কোলন ক্যান্সারে ভুগছিলেন। সেই রোগ সারা শরীরে ছড়িয়ে যায়। মঙ্গলবার তাঁকে চন্দননগরের ওই নার্সিংহোমে ভর্তি করানো হয়। বৈদ্যবাটির হাতিশালা ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ১৯৬৭ সালে সুনীলবাবু সিপিএমের সদস্যপদ পান। দলের যুব সংগঠনের জেলা সম্পাদক এবং সভাপতির দায়িত্ব সামলান। ১৯৮৭ সালে চাঁপদানি থেকে বিধায়কও হন এই বাম নেতা। জীবনের শেষ দিন পর্যন্ত সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এবং রাজ্য কমিটির সম্মানীয় সদস্য ছিলেন। হিন্দমোটর ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। অকৃতদার সুনীলবাবু আজীবন দলের কাজই করে গিয়েছেন। জীবনের শেষ বছরগুলি তিনি শ্রীরামপুরে দলের জেলা কার্যালয়েই থাকতেন।