যোগ: দিলীপ ঘোষের সঙ্গে বিশ্বনাথ কারক। নিজস্ব চিত্র
সদ্যই দল থেকে তাঁকে বহিষ্কার করেছিল ফরওয়ার্ড ব্লক। সোমবার বিজেপিতে যোগ দিলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক, সেই বহিষ্কৃত ফরওয়ার্ড ব্লক নেতা বিশ্বনাথ কারক।
সোমবার আরামবাগে বিজেপির আইন অমান্য কর্মসূচি ছিল। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই নতুন দলে যোগ দেন বিশ্বনাথবাবু। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপবাবু। বিশ্বনাথবাবু বলেন, ‘‘গণতন্ত্র রক্ষার লক্ষ্যে বিজেপিতে যোগ দিলাম।” নিজের পুরনো দলের প্রতি কোনও ক্ষোভ বা অভিযোগ নেই বলেও জানিয়েছেন প্রাক্তন বিধায়ক। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি নরেন চট্টোপাধ্যায় বলেন, “দলবিরোধী কাজের জন্য বিশ্বনাথবাবুকে আগেই বহিষ্কার করা হয়েছে। ফলে, তিনি বর্তমানে দলের কেউ ছিলেন না।”
২০১১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে সবুজ-ঝড়ের মধ্যেও কলকাতার কাছের যে বিধানসভাটি বামেরা ধরে রাখতে পেরেছিল, সেটা গোঘাট। বিধায়ক হয়েছিলেন বিশ্বনাথবাবু। ২০১৬ সালের নির্বাচনে প্রার্থী হয়েও তিনি হেরে যান। এ বারে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী-পদে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে বিশ্বনাথবাবুকে মারধর এবং মুখে কালি মাখানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল অভিযোগ মানেনি।
রাজ্যে বাম আমলের দীর্ঘ সময় আরামবাগ মহকুমায় সিপিএমের সঙ্গে ফরওয়ার্ড ব্লকের সংঘর্ষ লেগে ছিল। সেই ‘আঘাতের’ দাগও তাঁর শরীরে এখনও রয়েছে বলে বিশ্বনাথবাবু দাবি করেন। সাধারণ ঘর থেকে উঠে আসা এমন এক নেতা ঠিক কী কারণে বিজেপিতে যোগ দিলেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে এলাকায়।