বন্যার টুকরো খবর

জলবন্দিদের উদ্ধারে গিয়ে নৌকা উল্টে জলে পড়ে যান খানাকুল-২ এর বিডিও অনুপকুমার মণ্ডল। রবিবার রাতে তিন সহকর্মীর তৎপরতায় রক্ষা পেলেন। তবে, বিডিও-র মোবাইল ফোন, চশমা ভেসে যায়। প্রশাসন সূত্রে খবর, ঘোড়াদহে বাঁধ ভাঙায় জলবন্দি হয়ে পড়ে ৪৫টি পরিবার। রাত ১০টা নাগাদ জেলাশাসকের পরিচালনায় সেই পরিবারগুলিকে উদ্ধারের কাজ শুরু হয়।

Advertisement
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৫ ০২:০৯
Share:

রক্ষা পেলেন বিডিও
নিজস্ব সংবাদদাতা • খানাকুল

Advertisement

জলবন্দিদের উদ্ধারে গিয়ে নৌকা উল্টে জলে পড়ে যান খানাকুল-২ এর বিডিও অনুপকুমার মণ্ডল। রবিবার রাতে তিন সহকর্মীর তৎপরতায় রক্ষা পেলেন। তবে, বিডিও-র মোবাইল ফোন, চশমা ভেসে যায়। প্রশাসন সূত্রে খবর, ঘোড়াদহে বাঁধ ভাঙায় জলবন্দি হয়ে পড়ে ৪৫টি পরিবার। রাত ১০টা নাগাদ জেলাশাসকের পরিচালনায় সেই পরিবারগুলিকে উদ্ধারের কাজ শুরু হয়। কিন্তু পরিবারগুলি বাড়ি ছেড়ে অন্যত্র যেতে রাজি হয়নি। ১১টা নাগাদ বিডিও পঞ্চায়েত সমিতির তিন কর্মাধ্যক্ষকে নিয়ে তাঁদের বুঝিয়ে আনার জন্য রওনা দেন। প্রবল স্রোতে নৌকা উল্টে সকলে জলে পড়ে যান। বিডিও সাঁতার জানলেও অন্ধকারে নৌকাটা খুঁজে পাচ্ছিলেন না। ভাসছিলেন জলে। কর্মাধ্যক্ষরাই তাঁকে উদ্ধার করেন। বিডিও অবশ্য ভিজে পোশাকেই ৪৫টি পরিবারকে উদ্ধার করে ব্লকে ফেরেন। বিডিও বলেন, ‘‘সহকর্মীদের জন্যই বেঁচে গিয়েছি।’’ মহকুমাশাসক প্রতুলকুমার বসু জানান, বিপদ হয়নি, ভাল কাজ করেছেন বিডিও।

Advertisement

ভেঙে পড়ল বাড়ি

নিজস্ব সংবাদদাতা • সাঁকরাইল

ক’দিনের বর্ষণের জেরে ভেঙে পড়ল হাওড়ার সাঁকরাইলে জমিদার বাড়ির বেশ কিছুটা অংশ। তবে কেউ হতাহত হননি। সাঁকরাইলে সার্কুলার রোডে ওই জমিদার বাড়ির দীর্ঘদিন ধরেই ভগ্নদশা। বাসিন্দাদের অভিযোগ, রাস্তার একেবারে পাশে হওয়ায় যে কোনও সময় ভেঙে পড়ার আশঙ্কায় তাঁরা খুব সাবধানে ওই রাস্তায় চলাফেরা করেন। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তপন পাল বলেন, ‘‘প্রাচীন ওই জমিদার বাড়ি সংস্কারের বিষয়ে বাড়ির মালিকের সঙ্গে কথা বলব।’’

নতুন বাস চালু

নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর

হাওড়ার শ্যামপুরের গড়চুমুকে ৫৮ গেট থেকে বাগনান রেল স্টেশন পর্যন্ত আটটি বাস চালু হয়েছে গত ১ অগস্ট। উদ্বোধন করেন শ্যামপুরের বিধায়ক কালিপদ মণ্ডল ও তৃণমূল সভাপতি নদেবাসী জানা। কালিপদবাবু বলেন, ‘‘ৎাত্রীদের সুবিধার্থে এই বাসগুলি চালু করা হল। তবে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য বাসগুলিতে কুপনের ব্যবস্থা থাকবে এবং নির্ধারিত ভাড়ার চতেয়ে অর্ধেক ভাড়া হবে। তবে এর সুবিধা কেবল ছাত্রত্রছাত্রীরাই পাবেন।

স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

বন্যায় কৃষি ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের ঋণ মকুব, বীজধান সরবরাহ এবং বিকল্প চাষের সুযোগ, ত্রাণে বৈষম্য বন্ধ করা-সহ পাঁচ দফা দাবিতে সোমবার মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল সিপিএম। এ দিন বিকেলে আরামবাগের প্রাক্তন সিপিএম বিধায়ক বিনয় দত্ত-সহ দলীয় নেতারা মহকুমাশাসক প্রতুলকুমার বসুর হাতে স্মারকলিপি তুলে দেন। মহকুমাশাসক জানান, দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

দুর্গতদের চেক

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

বন্যা দুর্গতদের সাহায্যের জন্য সোমবার বিকেলে আরামবাগের চালকল-মালিক সংগঠনের পক্ষ থেকে এক লক্ষ এক হাজার টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হল। সংগঠনের পক্ষে ওই চেক মহকুমাশাসক প্রতুলকুমার বসুর হাতে তুলে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement