Ferry Service

উত্তরপাড়া থেকে আড়িয়াদহ লঞ্চ আজ থেকে

উত্তরপাড়া পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ওই পথে নিয়মিত লঞ্চ চলাচলে আর কোনও সমস্যা নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৪৫
Share:

—ফাইল চিত্র।

জেটি সংস্কারের জন্য টানা দু’সপ্তাহ উত্তরপাড়া খেয়াঘাট থেকে উত্তর ২৪ পরগনার আড়িয়াদহ ঘাটে গঙ্গায় লঞ্চ চলাচল বন্ধ ছিল। উত্তরপাড়ায় সেই জেটি সংস্কার হয়ে যাওয়ায় আজ, সোমবার থেকে দুই ঘাটের মধ্যে লঞ্চ চলাচল শুরু হতে চলেছে। আর এখটি নতুন জেটিও বসানো হয়েছে উত্তরপাড়া খেয়াঘাটে। রবিবার পরীক্ষামূলক ভাবে নতুন জেটি দিয়ে লঞ্চ চলাচল করে।

Advertisement

উত্তরপাড়া পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ওই পথে নিয়মিত লঞ্চ চলাচলে আর কোনও সমস্যা নেই। ভূতল পরিবহণ কর্তৃপক্ষের তরফেও অনুমতি মিলেছে। পুরপ্রধান দিলীপ যাদব বলেন, ‘‘আমি পরীক্ষামূলক ভাবে লঞ্চ চলাচলের সময় নিজে ছিলাম। আড়িয়াদহ ঘাট পর্যন্ত যাই। উত্তরপাড়া খেয়াঘাটের আমূল সংস্কারের কাজও একই সঙ্গে

করা হয়েছে।’’

Advertisement

দুই ঘাট দিয়ে যাতায়াতকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। উত্তরপাড়া খেয়াঘাটে যে জেটিতে এতদিন লঞ্চ এসে নোঙর করত, সেটি দু’দশকেরও বেশি পুরনো হয়ে গিয়েছিল। তা ছাড়া, সেটি অপরিসরও ছিল সেটি। সে জন্য পুর কর্তৃপক্ষের তরফে রাজ্য পরিবহণ দফতরের কাছে সেটির সংস্কার এবং একটি নতুন জেটির জন্য আবেদন করা হয়।

আবেদনটি রাজ্য ভূতল পরিবহণ নিগমের কাছে পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট দফতরের তরফে। আবেদনে সাড়া দিয়ে নিগম প্রায় ২ কোটি ৯০ লক্ষ টাকা দামের ২৫ মিটার লম্বা এবং ৮ মিটার চওড়া নতুন ভেসেল পাঠায়। কলকাতার একটি সংস্থাকে দিয়ে পুরনো জেটির সংস্কার

করানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement