বিক্ষোভ চলছে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির সামনে। ছবি: তাপস ঘোষ।
অপহৃত এক কিশোরীকে উদ্ধারের দাবিতে পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখালেন তার পরিবারের সদস্য এবং এলাকাবাসী।
পুলিশ সূত্রে জানা যায়, ব্যান্ডেল বালিকাটা শীতলামন্দির এলাকার নবম শ্রেণির এক ছাত্রী শনিবার থেকে নিখোঁজ। পরিবারের দাবি, ছাত্রীটিকে অপহরণ করেছে বছর বাইশের ওই এলাকারই এক যুবক। কিছুদিন ধরেই সে মেয়েটিকে উত্ত্যক্ত করছিল। ওই নাবালিকাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল সে। কিন্তু তা প্রত্যাখ্যান করে মেয়েটির পরিবার। শনিবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হয় ওই ছাত্রী। তার পরিবারের অভিযোগ, ছাত্রীটিকে অপহরণ করেছে ওই যুবক। এলাকার কয়েক জন দাবি করেন, শনিবার সকালে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে মোটরবাইকে চাপিয়ে এলাকা ছাড়ে ওই যুবক।
এর পরেই ছাত্রীর পরিবারের লোকজন ওই যুবকের বাড়ি গিয়েছিলেন।
কিন্তু তাঁরা ওই নাবালিকার সন্ধান দিতে পারেননি। রাত পর্যন্ত ছাত্রীটি বাড়ি না-ফেরায় এলাকায় উত্তেজনা ছিল।
রবিবার সকালে নিখোঁজ মেয়েটির পরিবার ওই যুবকের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। এরপর এলাকাবাসী ব্যান্ডেল ফাঁড়ি ঘেরাও করে কিশোরীকে উদ্ধারের দাবি জানাতে থাকেন। উত্তেজনা থাকায় এলাকায় আসেন চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্ত্তী। পুলিশ ওই কিশোরীকে খুঁজে বার করার আশ্বাস দিলে তাঁরা বিক্ষোভে ইতি টানেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে। অপহরণের মামলা রুজু হয়েছে।
অপহৃত কিশোরীর মায়ের অভিযোগ, ‘‘মেয়েকে বেশ কিছুদিন ধরেই উত্ত্যক্ত করছিল ওই যুবক। ওকে বিয়ে করতে চেয়েছিল ছেলেটি। কিন্তু ও নাবালিকা হওয়ায় রাজি হইনি। এরপর মেয়েকে অপহরণ করা হবে বলে হুমকি দিয়েছিল ছেলেটি। কিন্তু সত্যিই যে সে মেয়েকে অপহরণ করবে, তা ভাবতেও পারি নি। আমরা চাই মেয়ে সুস্থ শরীরে ফিরে আসুক।’’
চন্দননগর কমিশনারেটের এক কর্তা জানান, কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে।