হামলার নালিশ সিপিএমের

পুলিশি নিরাপত্তায় ঘরে ফেরানো সিপিএম কর্মীদের কয়েকজনকে মারধর ও ফের ঘরছাড়া করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গোঘাট এলাকার ঘটনা। সিপিএমের অভিযোগ, গত ২১ মার্চ বাড়ি ফেরেন অনুপনগরের রাজকুমার সিং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোঘাট শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ০১:১৩
Share:

নালিকুল স্টেশনে ভোট প্রচারে হুগলির হরিপাল কেন্দ্রের বিজেপি প্রার্থী রামকৃষ্ণ পাল। শুক্রবার দীপঙ্কর দে’র তোলা।

পুলিশি নিরাপত্তায় ঘরে ফেরানো সিপিএম কর্মীদের কয়েকজনকে মারধর ও ফের ঘরছাড়া করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গোঘাট এলাকার ঘটনা। সিপিএমের অভিযোগ, গত ২১ মার্চ বাড়ি ফেরেন অনুপনগরের রাজকুমার সিং। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর বাজার করে ফিরছিলেন। মাজদিয়ার কাছে তাঁর মোটরবাইক থামিয়ে মারধর করে তৃণমূলের লোকেরা। অন্য দিকে, বহড়াশোল গ্রামে ওই দিন রাতে বাদল ভুঁইয়া এবং আক্তার আলির বাড়িতে চড়াও হয়ে তাদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভয়ে তাঁরা পরের দিন ফের ঘরছাড়া বলে সিপিএম থানায় অভিযোগ করেছে। সেই সঙ্গে তাঁদের নিরাপত্তা দিয়ে ফের ঘরে ফেরানোর দাবি জানিয়েছেন সিপিএমের গোঘাট জোনাল নেতৃত্ব। প্রসঙ্গত, গত ২১ মার্চ গোঘাটের ঘরছাড়া ১১৮ জন সিপিএম কর্মীদের মধ্যে সুন্দরপর, গোঘাট, রামানন্দপুর, বহড়াশোল, অনুপনগর, ফলুই, শ্যামবাজার প্রভৃতি গ্রামের মোট ৬৪ জনকে পুলিশি নিরাপত্তায় ঘরে ফেরানো হয়। গত লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন থেকেই তাঁরা ঘরছাড়া ছিলেন। সিপিএমের গোঘাট জোনাল সম্পাদক অরুণ পাত্রের অভিযোগ, ‘‘আমাদের ঘরছাড়ারা বাড়ি ফিরলে কী হবে? ফের তাঁদের উপরে হামলা চালাচ্ছে তৃণমূল। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও পুলিশি টহলদারি বাড়ানো এবং দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি।’’ অভিযোগ অস্বীকার করে গোঘাটের তৃণমূল নেতা আতাউল হক বলেন, ‘‘অনুপনগরের রাজকুমার মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন। তাই তিনি বাইক থেকে পড়ে গিয়েছেন। কেউ তাঁকে মারধর করেননি। বহড়াশোলের দুজনও নিজেরাই পালিয়েছেন।’’ পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement