বিমলেন্দু সিংহরায়। নিজস্ব চিত্র
ছেলেবেলায় তিনি ছিলেন ফুটবল এবং লাঠিখেলায় পারদর্শী। নব্বই বছর বয়সে পৌঁছে চোখ রাঙিয়েছিল করোনা ভাইরাস। কিন্তু তাঁকে কাবু করতে পারল না। প্রায় পঁচিশ দিন হাসপাতালে থেকে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বিমলেন্দু সিংহরায়। বাড়ি হাওড়ার উলুবেড়িয়া শহরের যদুরবেড়িয়ায়।
বাড়ির লোকেরা জানান, মাসখানেক আগে বিমলেন্দুবাবুর জ্বর হয়। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি করোনা পরীক্ষার পরামর্শ দেন। গত ১৩ অক্টোবর করোনা পরীক্ষা করানো হয়। দু’দিন পরে পরে রিপোর্ট পজ়িটিভ আসে। তখন তাঁকে ফুলেশ্বরে একটি কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসায় সুস্থ হয়ে গত সোমবার বাড়ি ফিরেছেন।
বিমলেন্দুবাবুর ছোট ছেলে সুখেন্দু বলেন, ‘‘এই বয়সে বাবা করোনা আক্রান্ত হওয়ায় ভয় পেয়ে গিয়েছিলাম। সুস্থ হয়ে ফিরে আসায় আনন্দ হচ্ছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ।’’ ওই হাসপাতালের অধিকর্তা চিকিৎসক শুভাশিস মিত্র বলেন, ‘‘চিকিৎসক, নার্স-সহ অন্য স্বাস্থ্যকর্মীরা করোনার সঙ্গে দিনরাত যুদ্ধ করছেন। ৯০ বছরের বৃদ্ধকে সুস্থ করে বাড়ি ফেরাতে পেরে আমরাও আনন্দিত। ওঁর দীর্ঘায়ু কামনা করছি।’’
আত্মীয়েরা জানান, বিমলেন্দুবাবু রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করেছেন। স্কুলে শিক্ষকতা করেছেন। কলেজে আংশিক সময়ের শিক্ষক ছিলেন। করোনামুক্ত হয়ে ফিরে বিমলেন্দুবাবুর প্রতিক্রিয়া, ‘‘করোনা হওয়ায় শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু মনের জোর ছিল। ডাক্তারদের সহযোগিতায় করোনাকে হারাতে পারলাম।’’