জগদ্ধাত্রী পুজোর চন্দননগরে মুখ্যমন্ত্রীর উপস্থিতি প্রায় রেওয়াজ হয়ে গিয়েছে। এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না। আজ, নবমীতে শহরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশাসন সূত্রে খবর, পুজোয় ভিড়ের চাপে যে শহরের নাভিশ্বাস ওঠে তা মুখ্যমন্ত্রীর বিলক্ষণ জানা। তাই তিনি শহরে এলে ঠাকুর দেখতে চন্দননগরে আগত মানুষজনের যাতে সমস্যা না হয় তাও মাথায় রাখছেন তিনি। এর আগে তিনি কলকাতার বাবুঘাট থেকে সরাসরি লঞ্চে চন্দননগরে রানীঘাটে এসেছিলেন। সেখান থেকে হেঁটে বাগবাজার সর্বজনীনে ঠাকুর দেখেই ফের লঞ্চেই কলকাতা। তাতে ভিড় এড়ানো যেমন সম্ভব হয়, তেমনিই আম জনতার ঠাকুর দেখায় মুখ্যমন্ত্রীর সফরসূচী কোনও প্রভাব ফেলে না।
কিন্তু এ বার অন্যভাবে সাজানো হয়েছে মুখ্যমন্ত্রীর সফরসূচী। মুখ্যমন্ত্রী সরাসরি কালীঘাটের বাড়ি থেকে সড়ক পথে চন্দননগরে আসছেন। তবে চন্দননগরে এলেও মূল শহরে কার্যত ঢুকছেন না। আসছেন দিল্লি রোড লাগোয়া শ্বেতপুর জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপে। এই মণ্ডপটি শহরের মূল পুজো মণ্ডপগুলি থেকে অনেকটাই দূরে। তাই শহরে ঠাকুর দেখতে আসা মানুষের কোনও সমস্যাই হবে না বলে প্রশাসনের দাবি।
মুখ্যমন্ত্রীর মণ্ডপে আসার খবরে শ্বেতপুর জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোক্তারা রীতিমত খুশি।