Classical Music

২৪শে শুরু উত্তরপাড়া সঙ্গীতচক্র

চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ০১:৩৭
Share:

প্রতীকী ছবি।

এ বার উত্তরপাড়া সঙ্গীত চক্রের শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন শুরু হচ্ছে ২৪ জানুয়ারি। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। সম্মেলন এ বার ৬৪ বছরে পা দিল। সংস্থার পক্ষে অনীশ মুখোপাধ্যায় জানান, ২৪ জানুয়ারির অনুষ্ঠানে কণ্ঠে রয়েছেন শিল্পী উপেন্দ্র ভাট, শ্রেয়া চট্টোপাধ্যায়, রাগেশ্রী দাস এবং বাঁশিতে রুনু মজুমদার। পরের দিনের অনুষ্ঠানে কণ্ঠে রয়েছেন ভেঙ্কটেশ কুমার, ওয়াশিম আহমেদ খান এবং পলাশ কৈরি। সরোদ এবং সন্তুরে রয়েছেন যথাক্রমে তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং তরুণ ভট্টাচার্য। ২৬ তারিখ অনুষ্ঠান হবে সারারাত। সেতারে থাকছেন নীলাদ্রি কুমার, বাঁশিতে সৌম্যজিৎ ঘোষ, কণ্ঠে নীলাঞ্জনা দত্ত এবং শীলাঞ্জনা দত্ত, তবলায় কুমার বসু, শুভেন চট্টোপাধ্যায়, সমর সাহা ও সুজিত সাহা ছাড়াও বিশিষ্ট শিল্পীরা। উদ্যোক্তাদের পক্ষে রমেন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই সঙ্গীত সম্মেলন বড় ভাবে হলেও সারা বছরই আমরা ঘরোয়া ভাবে শাস্ত্রী সঙ্গীত এবং নৃত্য সম্মেলন আয়োজন করে থাকি। যন্ত্রসঙ্গীতের চর্চাও চলে। যাতে আগামী প্রজন্ম এতে উৎসাহিত হয়। যাতে সঙ্গীতের এই ধারাকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement