অসুস্থ বল জাগলারের সাহায্যে মিলল দুই বাংলা

এক দিকে কলকাতা ময়দানের প্রাক্তন ফুটবলাররা। তাঁদের মুখোমুখি বাংলাদেশের প্রাক্তনরা। স্নায়ুর রোগে আক্রান্ত বল জাগলার মীর কামা‌লউদ্দি‌নের চিকিৎসায় আর্থিক সাহায্যের উদ্দেশ্যে ডোমজুড়ের অঙ্কুরহাটি পিএজে ক্লাব আয়োজিত প্রীতি ম্যাচে বল পায়ে নেমে পড়লেন দুই বাংলার প্রাক্তনরা। বাংলা দলে বিকাশ পাঁজি-সহ মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিংয়ের কয়েক জন প্রাক্তন ফুটবলার খেলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডোমজুড় শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০১:১৫
Share:

এক দিকে কলকাতা ময়দানের প্রাক্তন ফুটবলাররা। তাঁদের মুখোমুখি বাংলাদেশের প্রাক্তনরা। স্নায়ুর রোগে আক্রান্ত বল জাগলার মীর কামা‌লউদ্দি‌নের চিকিৎসায় আর্থিক সাহায্যের উদ্দেশ্যে ডোমজুড়ের অঙ্কুরহাটি পিএজে ক্লাব আয়োজিত প্রীতি ম্যাচে বল পায়ে নেমে পড়লেন দুই বাংলার প্রাক্তনরা।

Advertisement

বাংলা দলে বিকাশ পাঁজি-সহ মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিংয়ের কয়েক জন প্রাক্তন ফুটবলার খেলেন। বাংলাদেশের দলে ছিলেন মুক্তিযোদ্ধা, ব্রার্দাস ইউনিয়ন, নারায়ণগঞ্জ ক্লাব, ঢাকা আবাহনীর প্রাক্তনরা। ম্যাচ পরিচালনা করেন প্রাক্তন ফিফা রেফারি কালীদাস মুখোপাধ্যায়। খেলা শেষ হয় ১-১ গোলে। দু’টি গোল‌ই হয় দ্বিতীয়ার্ধে। মাঠে উপস্থিত ছিলেন কামাল নিজে। ম্যাচের বিরতিতে বল জাগলিং করেন তাঁর ছেলে মীর কাইজার। ম্যাচ শেষে কামালের হাতে আর্থিক সাহায্য তু‌লে দেন আয়োজকেরা। বিকাশ পাঁজি বলেন, ‘‘কয়েক দিনের মধ্যে কামালউদ্দিনের সাহায্যে আরও বড় করে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করব।’’

এ দিন মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ও পিএজে ক্লাবের কর্তা মমতাজ মোল্লা। সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ফোন করে কামালউদ্দিনের পাশে থাকার আশ্বাস দেন। আয়োজকদের পক্ষে শেখ সিকেন্দর ব‌লেন, ‘‘সাঁকরাইলের বাসিন্দা কামালউদ্দিন জাগলিং করার আগে আমাদের ক্লাবে খেলতেন। তাঁর চিকিৎসার জন্য আরও ম্যাচ করব আমরা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement