Rajib Banerjee

‘মতে না মিললে অনেক পথ খোলা’, ফের বিতর্ক উস্কে দিলেন রাজীব

রাজীব নিজেই কামারপুকুরের ওই সভায় তাঁকে নিয়ে জল্পনা কয়েক গুণ উস্কে দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদাতা

গোঘাট শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ২০:০০
Share:

রাজীব নিজেই কামারপুকুরের ওই সভায় তাঁকে নিয়ে জল্পনা কয়েক গুণ উস্কে দিয়েছেন। নিজস্ব চিত্র

শুভেন্দু অধিকারীর পর তাঁকে নিয়ে জল্পনা সবচেয়ে তুঙ্গে। তৃণমূলে রয়েছেন, অথচ তাঁকে নিয়ে ‘অনুগামী’দের আলাদা ব্যানার-পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায়। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা সেই রাজীব বন্দ্যোপাধ্যায় এ বার তাৎপর্য পূর্ণ ভাবে মন্তব্য করলেন, ‘যত মত, তত পথ’। শুক্রবার তিনি হুগলির কামারপুকুরে গিয়েছিলেন। রামকৃষ্ণের জন্মভূমিতে দাঁড়িয়ে তাঁকে উদ্ধৃত করে ওই মন্তব্য করেন রাজীব।

Advertisement

সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের জেলা সাংগঠনিক কমিটির ডাকে কামারপুকুর গিয়েছিলেন মন্ত্রী। ‘মতে অসুবিধা’ হলে ‘অনেক পথ’ খোলা আছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘‘যত মত, তত পথ। যদি কোথাও মনে হয়, মানুষের কাজ করার জন্য এই মতে অসুবিধা হচ্ছে, তা হলে অনেক পথ খোলা আছে। সেই পথ থেকে কেউ কাউকে সরাতে পারবে না।’’

রাজীব নিজেই কামারপুকুরের ওই সভায় তাঁকে নিয়ে জল্পনা কয়েক গুণ উস্কে দিয়েছেন। তিনি বলেন, ‘‘বলতে দ্বিধা নেই, ছোটবেলা থেকেই বাবার একটা শিক্ষা ছিল, কর্মই ধর্ম। যদি আমি ঠিক মতো কাজ করতে পারি তা হলে মনে হয় ধর্মের অধিকাংশটাই করে দিলাম। তাই ঠাকুরের পূণ্যভূমিতে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যেতে চাই, আমার শুধু একটাই ধ্যান, একটাই জ্ঞান, সারা বাংলা জুড়ে মানুষের সেবা করা। মানুষের পাশে দাঁড়ানো।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘ঠাকুর বলে গিয়েছেন, যত মত তত পথ। যত দিন বাঁচব, মানুষের পাশে থাকব। মানুষের জন্য কাজ করব।’’

Advertisement

পুরোহিতদের অধিকার নিয়েও শুক্রবার সরব হতে দেখা যায় রাজীবকে। পুরোহিতদের দাবি নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেন। তুলে আনেন লকডাউনে পুরোহিতদের কী ভাবে, অতিকষ্টে দিন কেটেছে, সেই প্রসসঙ্গও। তাঁর কথায়, ‘‘পুরোহিতদের নিয়ে আজকাল ছেলেখেলা হয়। ব্যবহার করা হয় শুধু। যাঁরা ব্যবহার করতে চাইছেন, তাঁদের যোগ্য জবাব দেওয়া হবে।’’

আরও পড়ুন: যোধপুর পার্কের ফ্ল্যাটে অভিনেত্রীর রহস্যমৃত্যু

এখনও তৃণমূলে আছেন। রাজ্যের মন্ত্রীও। তাই তাঁকে কাজ করতে না দেওয়ার বিষয়ে যখন প্রশ্ন করা হয়, জবাবে রাজীব বলেন, ‘‘আমি নিশ্চিত ভাবে এখনও একটি রাজনৈতিক দলের কর্মী। আমার মনের কথা একটি অরাজনৈতিক মঞ্চ থেকে বলেছি। আমি যখন বলেছি তখন, তখন কখনই সে কথা অস্বীকার করব না।’’

আরও পড়ুন: নড্ডার কনভয়ে হামলা: দিল্লির ডাকে ‘অব্যাহতির অনুরোধ’ মুখ্যসচিব, ডিজি-র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement