ব্যবসায়ীকে গুলি করে খুন

রক্তাক্ত অবস্থায় বঙ্কিম সেতুর উপরে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০১৯ ০০:১৮
Share:

প্রতীকী ছবি।

মাছ ব্যবসায়ীর থেকে টাকা ছিনতাই করতে গিয়ে বাধা পাওয়ায় তাঁকে গুলি করে খুন করে পালিয়েছিল এক দুষ্কৃতী। লুকিয়ে ছিল অন্য এলাকায় একটি গাছের উপরে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে ধরতে গেলে সে পাল্টা গাছের উপর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। আর সেই ফাঁকে পালিয়ে যায় ওই দুষ্কৃতী।

Advertisement

শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুসুড়িতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তারক ভুঁইয়া। বাড়ি মধ্য হাওড়ার ফকিরচাঁদ ঘোষ লেনে। পুলিশ সূত্রের খবর, প্রতিদিন অন্ধকার থাকতেই তারকবাবু হাওড়া মাছ বাজার-সহ দক্ষিণ ২৪ পরগনার চৌবাগা, বানতলার মাছ বাজারে চলে যেতেন। সেখান থেকে মাছ এনে বিক্রি করতেন মধ্য হাওড়ার বোস বাজারে। বৃহস্পতিবারও রাত তিনটে নাগাদ বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন ওই ব্যবসায়ী। প্রথমে গিয়েছিলেন হাওড়া মাছের আড়তে। সেখান থেকে ফেরার সময়ে চার দুষ্কৃতী তাঁর উপরে হামলা চালায়। তারকবাবুর কাছে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করে তারা। তিনি বাধা দেওয়ায় এক দুষ্কৃতী তাঁকে গুলি করে। রক্তাক্ত অবস্থায় বঙ্কিম সেতুর উপরে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, গুলাম খান নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে আর এক যুবকের সঙ্গে ওই সময়ে বঙ্কিম সেতু দিয়ে হেঁটে হাওড়া বাসস্ট্যান্ডের দিকে যেতে দেখা গিয়েছে। তার পরেই তদন্তকারীরা গুলামের খোঁজে নামেন। এ দিন দুপুরে গোপন সূত্রে তাঁরা খবর পান, মালিপাঁচঘরা থানা এলাকার ঘুসুড়িতে লুকিয়ে রয়েছে গুলাম। গোলাবাড়ি থানার পুলিশ সেখানে গিয়ে তাকে ধরার চেষ্টা করতেই সে গাছে উঠে পড়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশও। এরই ফাঁকে গাছ থেকে নেমে পালায় গুলাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement