ডাকাতির আগেই ধৃত ৩
শনিবার রাতে খানাকুলের গড়েরঘাটে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। চারজন পলাতক। ধৃতদের কাছে তালা কাটার যন্ত্র, ভোজালি, লোহার রড, একটি মোটর সাইকেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ভোলা পাত্র, বাড়ি পুড়শুড়ার হাটি, কাজি ইরফান, বাড়ি আরামবাগের হায়াতপুর এবং সেলিম হোসেন, বাড়ি আরামবাগের আদমবাঁধ এলাকায়। ধৃতদের রবিবার আরামবাগ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১২টা নাগাদ সন্দেহজনকভাবে কয়েকজনকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে দিয়ে দেখে জনা সাতেক যুবক গড়বাড়ি বাজার এলাকায় ঘোরাঘুরি করছে। পুলিশকে দেখে তারা দু’টি মোটর সাইকেলে পালানোর চেষ্টা করে। তাড়া করে একটি মোটর সাইকেল আটকাতে পারলেও অন্যটি পালায়। ধরা পড়ে তিন জন। পুলিশের দাবি, জেরায় ধৃতরা জানিয়েছে, এলাকায় একটি সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে তারা সেখানে এসেছিল।
অগ্নিদগ্ধ বধূ, গ্রেফতার শ্বশুর
শনিবার রাতে আরামবাগের গৌরহাটিতে এক বিধবা মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে তাঁর শ্বশুর ও ভাসুরকে গ্রেফতার করল পুলিশ। মনোরমা পাল নামে অগ্নিদগ্ধ ওই মহিলাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, মহিলার বাপেরবাড়ির অভিযোগের ভিত্তিতে শ্বশুর বলরাম পাল এবং ভাসুর শান্তি পালকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে মনোরমাদেবীর ভাই পিন্টু পাল অভিযোগ করেছেন, এক বছর আগে দিদির স্বামী মারা যাওয়ার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন দিদির তিন ছেলেমেয়ে-সহ দিদিকে তাড়াতে চাইছে। এ জন্য প্রায়ই দিদির উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হত। ঘটনার রাতে রান্নার সময় পিছন থেকে দিদির গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। যদিও ধৃত বলরামবাবু পুলিশকে জানিয়েছেন, তাঁরা কেউই বৌমার গায়ে আগুন দেননি। সে রান্না করতে গিয়ে নিজেই অগ্নিদগ্ধ হয়েছে।
জাঙ্গিপাড়ার স্কুলে বিভূতি স্মৃতিভবন
বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক সময় জাঙ্গিপাড়ার দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে পড়াতেন। সেই স্কুল থেকেই তাঁর কর্মজীবন শুরু হয়েছিল। ১০০ বছর পরে সে কথা স্মরণে রেখেই তাঁর অতীত দিনের কর্মস্থল এবার নতুন সাজে সাজছে। বর্তমান প্রজন্মের শিক্ষকেরা স্কুলেই একটি দৃষ্টিনন্দন ভবন সাহিত্যিকের নামেই নির্মাণ করেছেন। শুধু ভবন নয়, স্কুল কর্তৃপক্ষ বিভূতিবাবুর স্মৃতিকে ধরে রাখতে একটি প্রদর্শনীর আয়োজন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর ওই ভবনটির উদ্বোধন হবে। প্রধান শিক্ষক গৌতম সিংহ রায় বলেন, “বিভূতিভূষণের মতো মহান সাহিত্যিককে শ্রদ্ধা জানাতেই আমাদের এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সাহিত্যিকের পুত্রবধূ মিত্রা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন।”
তৃণমূলের সভা
রাজ্য সরকারের উন্নয়নের ধারা বন্ধ করতেই চক্রান্ত করছে বিজেপি, সিপিএম ও কংগ্রেস। রবিবার এ ভাবেই পথসভায় বিরোধীদের আক্রমণ করলেন ডোমজুড়ের বিধায়ক তথা সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এ দিন ডোমজুড় থানার সামনে সভায় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিরোধীদের কুৎসা ও অপপ্রচারে কান না দিয়ে এক হয়ে কাজ করতে হবে।”
নবগ্রাম বইমেলা
শুরু হয়েছে দ্বাদশ নবগ্রাম বইমেলা। গত শুক্রবার ১৯ ডিসেম্বর নবগ্রাম বিদ্যাপীঠের মাঠে মেলার উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। কলকাতার বহেশ কিছু নামী প্রকাশন মেলায় স্টল নিয়েছেন। বিভিন্ন দিনে থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। মেলা চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত।
ঘড়িবাড়ি মাঠ নিয়ে বিজেপির অবস্থান
প্রোমোটারদের হাত থেকে বাঁচাতে উত্তরপাড়ার ঘড়িবাড়ি মাঠকে প্রশাসনের অধিগ্রহণের দাবিতে রবিবার অবস্থান করল বিজেপি। প্রোমোটারির পিছনে শাসক দল তৃণমূলের একাংশের মদতের অভিযোগ তুলে বিজেপির দাবি, কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য সবুজ ধ্বংস করা যাবে না। এই মাঠকে বাঁচিয়ে রাখার প্রশাসনকে দায়িত্ব নিতে হবে।
অন্বেষার জন্য মিছিল
স্কুলছাত্রী অন্বেষা মণ্ডলকে খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক সাজা চেয়ে রবিবার মিছিল হল বলাগড়ে। কয়েকশো মানুষ মিছিলে সামিল হন। গত ১২ ডিসেম্বর রাতে গৃহশিক্ষিকার কাছ থেকে পড়ে ফেরার পথে অন্বেষাকে তিন যুবক অপহরণ করে খুন করে বলে অভিযোগ।
পেশোয়ারের প্রতিবাদ। উত্তরপাড়ায়।