IPL Auction 2025

নিলামের দ্বিতীয় দিন কোন দলের পকেটে বেশি টাকা, কেকেআরের হাতে কত, নেওয়া যাবে কত জনকে?

সোমবার আইপিএলের দ্বিতীয় দিনের নিলাম। এখনও পর্যন্ত ৭২ জন ক্রিকেটার দল পেয়েছেন। দ্বিতীয় দিনও নিলামে উঠবেন অনেক ক্রিকেটার। সোমবার বিকেল ৩.৩০ থেকে শুরু নিলাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১০:৩২
Share:

এখনও পর্যন্ত শাহরুখ খানের কেকেআরের কেনা ক্রিকেটারদের তালিকা। —ফাইল চিত্র।

চলছে আইপিএলের বড় নিলাম। রবিবার প্রথম দিনের নিলাম হয়েছে। সোমবার হবে দ্বিতীয় দিনের নিলাম। প্রথম দিন নিলামে উঠেছিলেন মোট ৮৪ জন ক্রিকেটার। তার মধ্যে ৭২ জন ক্রিকেটার দল পেয়েছেন। বাকি ১২ জন অবিক্রিত থেকে গিয়েছেন। সোমবার আবার নিলাম হবে। প্রতিটি দলে সর্বনিম্ন ১৮ জন ও সর্বাধিক ২৫ জন ক্রিকেটার রাখতে হবে। অর্থাৎ, প্রতিটি দলকেই আরও ক্রিকেটার কিনতে হবে।

Advertisement

২৫ জনের দল পূর্ণ করার জন্য দ্বিতীয় দিন কোন দলকে কত জন ক্রিকেটার কিনতে হবে? কোন দলের কাছে কত টাকা বাকি রয়েছে? দেখে নেওয়া যাক এক নজরে।

কলকাতা নাইট রাইডার্স— নিলামে কেকেআর ৭ জন ক্রিকেটারকে কিনেছে। এখন তাদের দলের রয়েছেন মোট ১৩ জন ক্রিকেটার। অর্থাৎ, আরও ১২ জনকে কিনতে হবে তাদের। তার জন্য কেকেআরের পকেটে ১০ কোটি ৫ লক্ষ টাকা রয়েছে।

Advertisement

চেন্নাই সুপার কিংস— চেন্নাইও নিলামে ৭ জনকে কিনেছে। তাদের মোট ক্রিকেটারের সংখ্যা ১২ জন। আরও ১৩ জনকে কিনতে হবে তাদের। তার জন্য চেন্নাইয়ের হাতে রয়েছে ১৫ কোটি ৬০ লক্ষ টাকা।

মুম্বই ইন্ডিয়ান্স— প্রথম দিনের নিলামে মুম্বই কিনেছে ৪ জনকে। তাদের দলে এখন মোট ক্রিকেটার ৯ জন। অর্থাৎ, দ্বিতীয় দিন আরও ১৬ জনকে কিনতে হবে নীতা অম্বানীদের। তার জন্য তাঁদের হাতে রয়েছে ২৬ কোটি ১০ লক্ষ কোটি টাকা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু— এখনও পর্যন্ত নিলামে বেঙ্গালুরু কিনেছে ৬ জনকে। তাদের দলে এখন ক্রিকেটারের সংখ্যা ৯ জন। আরও ১৬ জন ক্রিকেটার দরকার বিরাট কোহলিদের। বেঙ্গালুরুর পকেটে রয়েছে সবচেয়ে বেশি, ৩০ কোটি ৬৫ লক্ষ টাকা।

দিল্লি ক্যাপিটালস— প্রথম দিনের নিলামে দিল্লি ৯ জন ক্রিকেটার কিনেছে। এখনও পর্যন্ত তাদের মোট ক্রিকেটারের সংখ্যা ১৩ জন। অর্থাৎ, দ্বিতীয় দিন আরও ১২ জনকে কিনতে হবে তাদের। তার জন্য সর্বাধিক ১৩ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করতে পারবে তারা।

লখনউ সুপার জায়ান্টস— রবিবার ৭ জন ক্রিকেটার কিনেছে লখনউ। সঞ্জীব গোয়েন্‌কাদের দলে এখন মোট ১২ জন ক্রিকেটার রয়েছে। সোমবার আরও ১৩ জন ক্রিকেটার কিনতে হবে তাদের। এখন গোয়েন্‌কার পকেটে রয়েছে ১৪ কোটি ৮৫ লক্ষ টাকা।

গুজরাত টাইটান্স— নিলামে গুজরাত এখনও পর্যন্ত কিনেছে ৯ জনকে। মোট ১৪ জন ক্রিকেটার এখন তাদের দলে রয়েছে। অর্থাৎ, সোমবার আরও ১১ জনকে কিনতে হবে তাদের। তার জন্য গুজরাত খরচ করতে পারবে ১৭ কোটি ৫০ লক্ষ টাকা।

রাজস্থান রয়্যালস— রাজস্থানের দলে এখনও পর্যন্ত রয়েছে মোট ১১ জন ক্রিকেটার। রবিবার নিলামে তারা কিনেছে ৫ জনকে। দল পূর্ণ করতে এখনও ১৪ জন ক্রিকেটার তাদের দরকার। তার জন্য ১৭ কোটি ৩৫ লক্ষ টাকা খরচ করতে পারবে রাজস্থান।

সানরাইজার্স হায়দরাবাদ— নিলামের প্রথম দিন ৮ জন ক্রিকেটার কিনেছে হায়দরাবাদ। এখন তাদের দলে মোট ক্রিকেটারের সংখ্যা ১৩ জন। অর্থাৎ, সোমবার আরও ১২ জনকে কিনতে হবে। তার জন্য সবচেয়ে কম ৫ কোটি ১৫ লক্ষ টাকা রয়েছে হায়দরাবাদের পকেটে।

পঞ্জাব কিংস— রবিবারের নিলামে সবচেয়ে বেশি ১০ জনকে কিনেছে প্রীতি জ়িন্টার দল। এখন তাদের মোট ক্রিকেটারের সংখ্যা ১২ জন। অর্থাৎ, নিলামে আরও ১৩ জনকে নিতে হবে তাদের। তার জন্য তাদের হাতে রয়েছে ২২ কোটি ৫০ লক্ষ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement