ফের আটকে গেল সুদীপ্ত সেনের জামিন
আদালতের পথে সুদীপ্ত সেন।
শর্ত পূরণ না হওয়ায় বুধবারও জামিন কার্যকর হল না সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের। এ দিন দুপুরে আরামবাগ মহকুমা আদাালতে তোলা হলে বিচারক সৌরভ দে সুদীপ্ত সেনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এর আগে গত ৫ নভেম্বর এবং ১৯ নভেম্বর একই ভাবে বন্ডের শর্ত পূরণ না হওয়ায় জামিন পাননি সুদীপ্ত সেন। তাঁর আইনজীবী জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, “আরামবাগে দায়ের হওয়া ২টি মামলার একটি সিবিআই নিয়েছে। বাকি একটিতে তাঁর মক্কেলের মাস দেড়েক আগেই জামিন হলেও যে শর্তে (১০ হাজার টাকা) জামিন হয়েছিল তা দাখিল না করায় জামিন কার্যকর হয়নি। পুলিশ সূত্রের খবর, বন্ধ হয়ে যাওয়া অর্থলগ্নি সংস্থা সারদার আরামবাগ শাখা অফিসের আনন্দ অধিকারী নামে এক এজেন্ট তাঁর গ্রাহকেরা যাতে টাকা ফেরত পান, সেই মর্মে ২০১৩ সালের ২০ এপ্রিল আরামবাগ থানায় আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। ২২ এপ্রিল পুলিশ আরামবাগ শাখার ম্যানেজার শেখ মনসুর আলিকে গ্রেফতার করে। ধৃতকে জিজ্ঞসাবাদ করে সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, অরবিন্দ কুমার চৌহান, মনোজ কুমার নাগেন এবং অরবিন্দ দাস ওরফে বুম্বার নামে প্রতারণার মামলা দায়ের হয়। সুদীপ্ত সেন ছাড়া সকলেরই জামিন হয়েছে।
দুর্ঘটনায় মৃত্যু বাইকআরোহীর
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। মৃতের নাম সুভাষ চক্রবর্তী (৫২)। বুধবার সকাল সাড়ে ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার প্রিয়নগরে জিটি রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ব্যান্ডেলের নলডাঙার বাসিন্দা সুভাষবাবু মোটর সাইকেলে তালডাঙা থেকে জিটি রোড ধরে বাড়ি ফেরার সময় প্রিয়নগরের কাছে উল্টোদিক আসা একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানকে ও পরে সুভাষবাবুকে ধাক্কা মারলে তিনি রাস্তার ধারে ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা সুভাষবাবুকে এবং আহত ভ্যানচালককে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সুভাষবাবুকে মৃত ঘোষণা করেন। পুলিশ গাড়িটি আটক করেছে।
শীতের অতিথি। উলুবেড়িয়ায়।
বিশ্ব প্রতিবন্ধী দিবসে মিছিল উলুবেড়িয়ায়। বুধবার সুব্রত জানার ছবি।