জমি নিয়ে বিবাদে মারধর ও শ্লীলতাহানি, গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা • খানাকুল
খানাকুলের রাউতখানা গ্রামে জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী মহিলাকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যায়। প্রতিবেশী শেখ জামশেদ আলি সহ ১১জনের বিরুদ্ধে অভিয়োগ দায়ের হয়। শনিবার রাতে পুলিশ শেখ রমজান আলি, শেখ কালাচাঁদ এবং শেখ রাজুকে গ্রেফতার করে। বাকিরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের রবিবার আরামবাগ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ মাসুরুদ্দিন মল্লিক এবং তাঁর প্রতিবেশী শেখ জামশেদ আলির বাড়ি লাগোয়া জমি এবং ভিটের দখল নিয়ে দীর্ঘদিন অশান্তি চলছিল। অভিযোগ গত ২০ নভেম্বর জামশেদ দলবল নিয়ে মাসুরুদ্দিনের বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধোর করে। মাসুরুদ্দিনের স্ত্রী জামশেদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে খোঁজখবর নেয়। মাসুরুদ্দিনের অভিযোগ, “থানায় গিয়ে অভিযোগ তুলে নেওয়ার জন্য শেখ জামশেদ আলি ২৩ নভেম্বর থেকে দফায় দফায় বাড়িতে এসে হুমকি দিচ্ছিল। শেষে স্ত্রীর শ্লীলতাহানিও করে।” অভিযুক্ত শেখ জামশেদ আলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জমি নিয়ে কথা কাটাকাটি হয়েছে। শ্লীলতাহানির ঘটনা সাজানো।”
টসে জিতে চ্যাম্পিয়ন চুঁচুড়ার দল
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর
জয়ী দলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন বিধায়ক।--নিজস্ব চিত্র।
টসে জিতে শ্রীরামপুরের জগন্নাথ স্পোর্টিং ক্লাব আয়োজিত সেভেন-এ-সাইড নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চুঁচুড়ার কৌসর ভাই গালাইওয়ালা। ভাগ্য সহায় না হওয়ায় রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল কলকাতার ইনকাম ট্যাক্স রিক্রিয়েশন ক্লাবকে। বিভিন্ন জেলার ১৬টি দলকে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল গত ৭ নভেম্বর। রবিবার স্থানীয় উদয় সঙ্ঘের মাঠে ফাইনালে মুখোমুখি হয় দুই দল। এ দিন মাঠের চারধারে খেলা দেখতে উপচে পড়েছিল দর্শক। নির্ধারিত সময়ে দু’টি দলই একটি করে গোল করে। প্রথমে গোল করে চুঁচুড়ার দলটি। শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে ইনকাম ট্যাক্স ম্যাচে সমতা ফিরিয়ে লড়াই জিইয়ে রাখে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু সেখানেও ফয়সালা হয়নি। উভয়দলই ৫টি করে গোল করে। শেষ পর্যন্ত টসের মাধ্যমে মীমাংসার সিদ্ধান্ত হয়। টসে জিতে শেষ হাসি হাসে গালাইওয়ালা। উদ্যোক্তাদের তরফে অজিত মুখোপাধ্যায় জানান, চ্যাম্পিয়ন দলকে প্রাক্তন ফুটবলার উপল মুখোপাধ্যায়ের নামাঙ্কিত ট্রফি দেওয়া হয়েছে। ইনকাম ট্যাক্স পেয়েছে অপর প্রাক্তন ফুটবলার সুবিমল রুদ্র রানার্স ট্রফি। ফাইনালের সেরা খেলোয়াড় হন চ্যাম্পিয়ন দলের অনিল দাস। ম্যাচে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার কৃষ্ণগোপাল চৌধুরী, সমীর চৌধুরী, সুকান্ত বন্দ্যোপাধ্যায়, কানু বসুমল্লিক, স্থানীয় বিধায়ক সুদীপ্ত রায়, পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়, উপ পুরপ্রধান উত্তম নাগ প্রমুখ। খেলার শেষে অন্যতম আকর্ষণ ছিল আতসবাজির প্রদর্শনী।
মহিলা ফুটবল
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের পরিচালনায় হস্টেলের ছাত্রীদের সঙ্গে কলেজের অন্য ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল রবিবার। কলেজ ময়দানে ওই খেলায় হস্টেলের ছাত্রীরা ৩-০ গোলে জয়লাভ করে। হস্টেল দলের অধিনায়ক রাহেলা হেমব্রম একাই ২ টি গোল করেন। অন্য গোলটি করেন সাগরী মুর্মু। খেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অসীমকুমার দে।
তোলা আদায়, ধৃত ২ দুষ্কৃতী
নির্র্মীয়মাণ আবাসনে গিয়ে এক প্রোমোটারের কাছ থেকে তোলা দাবি করার সময় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং জাল টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার বিপিএনবি সরণিতে। ধৃতদের নাম রানা সিংহ এবং রাজকুমার মণ্ডল। রানার বাড়ি মাখলা সারদাপল্লিতে ও রাজকুমারের বাড়ি মাখলা ঘোষপাড়ায়। পুলিশ সূত্রের খবর, ওই দিন বিকেলে নির্মীয়মাণ আবাসনে হানা দেয় ওই দুই দুষ্কৃতী। সংশ্লিষ্ট প্রোমোটারের কাছে তারা ৩ লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের পাকড়াও করে। ধৃতদের তল্লাশি করে ২০ হাজার টাকার জাল নোট ছাড়াও মিলেছে ২টি পাইপগান, ৪ রাউন্ড গুলি। জেলা পুলিশের এক কর্তা জানান, ধৃতদের সঙ্গে আরও কেউ ওই ঘটনায় জড়িত আছে কি না, তার তদন্ত হচ্ছে।
দুর্ঘটনায় মৃতের স্ত্রীকে ২ লক্ষ
পথ দুর্ঘটনায় মৃত যুবকের স্ত্রীর হাতে তুলে দেওয়া হল ২ লক্ষ টাকা। সেই সঙ্গে চাকরির আশ্বাসও দিলেন রাজ্যের শ্রমদফতরের পরিষদীয় সচিব তপন দাশগুপ্ত। শনিবার বাঁশবেড়িয়া টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি রাজা চট্টোপাধ্যায় এবং তপনবাবু দুর্ঘটনায় মৃত যুবক হরিশঙ্কর শর্মার স্ত্রী জ্যোত্স্না শর্মার হাতে ওই সাহায্য তুলে দেন। তাঁকে বাঁশবেড়িয়া পুরসভায় চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়। গত সেপ্টেম্বরে দুর্গাপুজোর ষষ্ঠীর দিন বাড়ির কাছেই অসম লিঙ্ক রোডে ট্রাকের ধাক্কায় মারা যান হরিশঙ্করবাবু।