টুকরো খবর

রান্নাঘরে ঢুকে দেশলাই জ্বালাতেই দপ করে জ্বলে উঠল আগুন। তখন ওই ঘর পরিষ্কার করছিলেন এক ব্যক্তি। প্রাণ বাঁচাতে রান্নাঘর থেকে ছুটে বাইরে চলে আসেন তিনি। এর পরেই ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে সেই আগুন। পুড়ে ছাই হয়ে যায় ওই ঘরে থাকা একটি রেফ্রিজারেটর এবং অন্য কিছু আসবাবপত্র। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল চারটে নাগাদ হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার বারুইপাড়া লেনে। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৪ ০০:০১
Share:

আগুন থেকে আতঙ্ক

Advertisement

রান্নাঘরে ঢুকে দেশলাই জ্বালাতেই দপ করে জ্বলে উঠল আগুন। তখন ওই ঘর পরিষ্কার করছিলেন এক ব্যক্তি। প্রাণ বাঁচাতে রান্নাঘর থেকে ছুটে বাইরে চলে আসেন তিনি। এর পরেই ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে সেই আগুন। পুড়ে ছাই হয়ে যায় ওই ঘরে থাকা একটি রেফ্রিজারেটর এবং অন্য কিছু আসবাবপত্র। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল চারটে নাগাদ হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার বারুইপাড়া লেনে। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারুইপাড়া লেনের একটি আবাসনের দ্বিতীয় তলার ওই ঘরটি আদতে প্রশান্ত দাসের। বেশ কয়েক মাস ধরে তিনি আমেরিকায় রয়েছেন। ওই সময় থেকেই তাঁর ঘরটি বন্ধ করা রয়েছে। এ দিন বিকেলে প্রশান্তবাবুর এক আত্মীয় ঢুকে ঘরটি পরিষ্কার করছিলেন। সে সময়ই এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগলে ওই ব্যক্তি চিৎকার করতে করতে বাইরে চলে আসেন। আগুনের খবর সকলকে জানাতেই আবাসনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বাইরে বেরিয়ে আসেন সেখানকার বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীদের অনুমান, গ্যাস সিলিন্ডার লিক করেই হয়তো আগুন লেগেছে।

Advertisement

কোন্নগরে চুরি

তালা ভেঙে ঢুকে কোন্নগরের অরবিন্দ রোডের একটি বাড়ি থেকে কিছু পিতলের বাসন এবং একটি মুদিখানা থেকে নগদ কয়েক হাজার টাকা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার রাতের ঘটনা। চুরির জন্য ওই পাড়ার আরও তিনটি বাড়ির তালাও ভেঙে ফেলেছিল দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা উঠে পড়ায় দুষ্কৃতীদের কার্যসিদ্ধি হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement