জামিন পেলেন না সুদীপ্ত
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
শর্ত পূরণ না হওয়ায় জামিন পেলেন না সারদা গোষ্ঠীর কর্নধার সুদীপ্ত সেন। প্রতারণার একটি মামালায় বুধবার দুপুরে তাঁকে আরামবাগ আদালতে তোলা হলে বিচারক সৌরভ দে তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সুদীপ্ত সেনের আইনজীবী জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, “আরামবাগে দায়ের হওয়া ২টি মামলার একটি সিবিআই নিয়েছে। বাকি এই মামলা থেকে সুদীপ্ত সেনের মাস খানেক আগেই জামিন হয়। কিন্তু যে শর্তে (১০ হাজার টাকা) জামিন হয়েছিল তা পূরণ করতে না পারায় জামিন কার্যকর হয়নি। অন্যদিকে, সারদাকাণ্ডেরর আর এক অভিযুক্ত এবং জামিনে মুক্ত অরবিন্দকুমার চৌহান এদিন আরামবাগ আদালতে হাজিরা দিতে আসেন।
স্নান করতে নেমে গঙ্গায় নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • বলাগড়
গঙ্গায় স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক মহিলা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গুপ্তিপাড়ার গোসাইডাঙা ঘাটে। পুলিশ সূত্রে খবর, গুপ্তিপাড়ার রসুলপুর গোসাইডাঙার বাসিন্দা বছর ৪৫ এর কল্পনা দলুই এ দিন ভোর ৫টা নাগাদ গোসাইডাঙা ঘাটে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে যান। বাড়ি না ফেরায় লোকজন ঘাটে খুঁজতে এসে জানতে পারে তিনি তলিয়ে গিয়েছেন। পুলিশে খবর দেওয়া হয়। তল্লাশিতে নামেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। তবে রাত পর্যন্ত কল্পানাদেবীর খোঁজ মেলেনি বলে পুলিশ জানিয়েছে।
উঠে গিয়েছে ধান। জমিতে এ বার বসানো হচ্ছে বীজ আলু। আরামবাগে ছবি তুলেছেন মোহন দাস।