টুকরো খবর

দুর্নীতি, স্বজনপোষণ-সহ প্রধানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে গোঘাট-১ ব্লকের কুমুড়শা পঞ্চায়েতের দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলের ছয় সদস্য। সোমবার তাঁরা এ সংক্রান্ত চিঠি ব্লক অফিসে জমা দেন। বিডিও সংলাপ বন্দ্যোপাধ্যায় জানান, ওই চিঠি তাঁর হাতে আসেনি।

Advertisement
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৪ ০১:১৯
Share:

দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • গোঘাট

Advertisement

দুর্নীতি, স্বজনপোষণ-সহ প্রধানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে গোঘাট-১ ব্লকের কুমুড়শা পঞ্চায়েতের দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলের ছয় সদস্য। সোমবার তাঁরা এ সংক্রান্ত চিঠি ব্লক অফিসে জমা দেন। বিডিও সংলাপ বন্দ্যোপাধ্যায় জানান, ওই চিঠি তাঁর হাতে আসেনি। তবে, অনাস্থা প্রস্তাব খতিয়ে দেখে পঞ্চায়েত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধান হানুফা বেগম অভিযোগ মানেননি। ১৭ আসনের ওই পঞ্চায়েতের সব ক’টি আসনই তৃণমূূলের দখলে রয়েছে। এ দিন অনাস্থা প্রস্তাবের পক্ষে সই করেন ৬ জন। তাঁদের মধ্যে বিকাশ সরকার, লুত্‌ফর বেগমদের অভিযোগ, প্রধান সদস্যদের অন্ধকারে রেখে যাবতীয় কাজ করছেন। কোনও সভা না করে বিভিন্ন জায়গায় গাছ কেটে তিনি ইচ্ছামতো বিক্রি করছেন। সেই টাকা কোনও উন্নয়ন খাতে ব্যবহারও হচ্ছে না। পঞ্চায়েতের তহবিল নয়ছয় করা হচ্ছে। এ ছাড়া সংসদগুলির উন্নয়নে বরাদ্দ অর্থ ইচ্ছামতো খরচ করছেন প্রধান। ছুটির কারণে সোমবার এবং মঙ্গলবার প্রধান পঞ্চায়েতে আসেননি। অভিযোগ উড়িয়ে তাঁর দাবি, তাঁর কাছে অনাস্থার কোনও খবর নেই। ব্লক তৃণমূল সভাপতি মনোরঞ্জন পাল বলেন, “প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা দলগত সিদ্ধান্ত নয়। অনাস্থা আনা হলে জেলা এবং রাজ্য নেতৃত্বের নির্দেশ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।”

Advertisement

পেঁড়োয় আবৃত্তি উত্‌সব
নিজস্ব সংবাদদাতা • উদয়নারায়ণপুর

নাট্যকার, অভিনেতা, আবৃত্তিকার শম্ভূ মিত্রর স্মরণে হাওড়ার উদয়নারায়ণপুরের পেঁড়োয় শম্পা পত্রিকার রজতজয়ন্তী উপলক্ষে পত্রিকার উদ্যোগে সারা বাংলা আবৃত্তি উত্‌সবের আয়োজন করা হয়েছিল। গত ২ নভেম্বর পেঁড়ো সাংগঠনিক সঙ্ঘ প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন এ রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এর পর একে একে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, সুকান্ত প্রমুখ কবির রচনা এবং স্বরচিত কবিতা পাঠ করে শোনান আবৃত্তিকার ব্রততী বন্দ্যোপাধ্যায়, বাসুদেব ভট্টাচার্য, কবি সুবোধ সরকার, ঈশিতা দাস অধিকারী, সুতপা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে হাওড়া ছাড়াও হুগলি ও কলকাতার বেশ কিছু আবৃত্তিকার যোগ দিয়েছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বাগনান

সম্প্রতি বাগনানের ঘোড়াঘাটার নবাসনে শিশু সঙ্ঘের উদ্যোগে কালীপুজো উপলক্ষে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। নৃত্য, অঙ্কন, মিউজিক্যাল চেয়ার ইত্যাদি বিভাগ মিলিয়ে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। প্রকৃতি সচেতনতায় আয়োজন ছিল বৃক্ষরোপণ অনুষ্ঠানের।

প্রধানের বিরুদ্ধে কাজে বাধার নালিশ আরামবাগে

তৃণমূল পরিচালিত আরামবাগের গৌরহাটি-১ পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কাজে বাধা দানের অভিযোগ তুলে বিডিও প্রণব সাঙ্গুইয়ের দ্বারস্থ হলেন ওই পঞ্চায়েতেরই নির্দল সদস্যা জুলেখা বেগম। গত বছর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে ২ নম্বর সংসদ থেকে লড়ে তিনি জিতেছিলেন। এ কারণেই এলাকা উন্নয়নের কাজে প্রধান সিরাজুল ইসলাম বাধা দিচ্ছেন বলে তাঁর অভিযোগ। সোমবার বিডিওর কাছে অভিযোগে জুলেখা জানান, কাজ করতে চাইলে প্রধান বাধা সৃষ্টি করছেন। পুলিশের ভয় দেখাচ্ছেন। এমনকী, তাঁর নামে ছাপানো অঞ্চলের প্যাডও আটকে রেখেছেন। তাঁর মতামত এবং সই ছাড়াই প্রধান যে সব কাজ করেছেন, তারও স্বচ্ছতা নেই। উন্নয়নের বহু কাজ আটকে রয়েছে। অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি, “ওই সদস্যাকে সভায় ডাকা হলেও আসেন না। তাঁর কাজে আগ্রহ নেই। সদস্যার নিষ্ক্রিয়তায় সংসদের উন্নয়ন স্তব্ধ হতে দেওয়া যায় না। তাই নিজে তত্ত্বাবধান করে কাজ করাতে হয়।” সমস্যাগুলি খতিয়ে দেখে বিহিতের আশ্বাস দিয়েছেন বিডিও।

মিনি ট্রাকের ধাক্কা গাছে, মৃত চালক

নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক রাস্তার ধারের গাছে ধাক্কা মারায় মৃত্যু হল চালকের। আহত হন খালাসি। সোমবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে বাগনানের তালসারি এলাকায় বাগনান-জয়পুর রোডে। পুলিশ জানায়, মৃতের নাম সুকান্ত খামারু (২৯)। বাড়ি হুগলির খানাকুলের কেদারপুরে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে অন্য একটি গাড়ির যাত্রীরা দুর্ঘটনার কথা পুলিশকে জানান। চালক এবং খালাসিকে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খালাসির আঘাত গুরুতর হওয়ায় পরে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। পুলিশের অনুমান, বাগনান বাজারে মাছ পৌঁছে দিয়ে ফেরার সময়ে মিনি ট্রাকটি দুর্ঘটনায় পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement